সংবাদ সংস্থা, মুম্বই: রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের পরিবারে এখন খুশির জোয়ার। গত সেপ্টেম্বরে কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন বলিউডের এই ‘পাওয়ার কাপল’। দীপাবলিতে সমাজ মাধ্যমে জানিয়েছিলেন, মেয়ের নাম দুয়া, যার অর্থ প্রার্থনা।আপাতত সন্তানকে নিয়ে ব্যস্ত তাঁরা। কাজ থেকে খানিকটা সময় বিরতি নিয়েছেন দীপিকা। পিতৃত্বকালীন সময় চুটিয়ে উপভোগ করছেন বাবা রণবীরও।
দুয়ার জন্মের পর ‘রকি’র জীবনে বড়সড় পরিবর্তন এসেছে। মেয়েকে নিয়ে কেমন কাটছে তাঁর দিন? এবার এক অনুষ্ঠানে মনের কথা জানালেন রণবীর। নিজের স্বভাবগত ভঙ্গিমায় অভিনেতা বলেন, “বেশ কয়েকদিন ধরে আমি বাবার ভূমিকায় রয়েছি। তাই এখন সকলকে ছেড়ে দিতেও রাজি। আসলে বাবা হওয়ার অনুভূতিতে এক ‘অদ্ভূত আনন্দ’ রয়েছে।” স্ত্রী হিসাবে দীপিকার প্রশংসাতেও পঞ্চমুখ রণবীর। তাঁর কাছে নায়িকার সঙ্গে দাম্পত্যের বন্ধন ‘জাদু’র মতো।
সম্প্রতি তারকা দম্পতিকে দেখা গিয়েছে বিমানবন্দরে। মেয়েকে কোলে নিয়ে ছিলেন দীপিকা। মুহূর্তের মধ্যে ঘিরে ধরে পাপারাৎজিরা। ছোট্ট দুয়াকে ক্যামেরাবন্দি করলে না পারলেও নতুন বাবা-মায়ের ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়।
এখন জন্মের পর সন্তানের ছবি ভাগ না করে নেওয়াটাই দস্তুর। এই পথে প্রথম হেঁটেছিলেন অনুষ্কা শর্মা । ভামিকার জন্মের পরে সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি শেয়ার করে নেননি তাঁরা। এখনও পর্যন্ত ভামিকা আর পুত্র অকায়কে পাপারাৎজিদের থেকে দূরেই রেখেছেন তাঁরা। সেই পথেই কি দীপবীরও! জল্পনা শুরু হয়েছে বিটাউনে
