সংবাদ সংস্থা মুম্বই: বড়পর্দায় মুক্তি পাওয়ার পরপর হইচই শুরু হয়েছিল দক্ষিণী-তারকা দুলকির সলমন অভিনীত ছবি 'লাকি ভাস্কর'কে কেন্দ্র করে। এবার ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেল এই ছবি। আর পাওয়ামাত্রই হামলে পড়ে এই ছবি দেখা শুরু করেছে দর্শক। দুলকির সলমনের বিপরীতে এই ছবিতে রয়েছেন মীনাক্ষী চৌধুরী।

 

পিরিয়ড-ক্রাইম ঘরানার ছবিতে ফেলা যায় ভেঙ্কু আটলুরি পরিচালিত এই ছবিকে। তেলেগু ছাড়াও তামিল, মালয়ালম, কন্নড় এবং হিন্দিতে বড়পর্দায় মুক্তি পেয়েছিল তাই। এবার ওটিটিতেও তাই হল।

 

 

আটের দশকে বাঁধা হয়েছে এই ছবির চিত্রনাট্য। 'লাকি ভাস্কর' আসলে গল্প বলে এমন এক নিম্নমধ্যবিত্ত পরিবারের যুবকের যে নিজের পরিবারের সদস্যদের অন্ন সংস্থানের জন্য ধারকর্জে তো বটেই, পাশাপাশি ডুবে গিয়েছিল আশেপাশের লোকজনের তাচ্ছিল্য এবং অপমানে।  সেই পিঠ ঠেকে যাওয়া পরিস্থিতি থেকে বাঁচতে শুরু করে জালিয়াতি এবং প্রতারণা। এবং সেসব সে এতটাই নিপুণ কৌশলে করা শুরু করে যে ধীরে ধীরে সমাজের উঁচুমহলে পৌঁছে যায়। তারপর? তারপর কীভাবে তাঁর জীবন চলল কোন নতুন খাতে? শেষমেশ ভাস্করের জালিয়াতির কারিকুরি ফাঁস হল কি না, তাই নিয়েই এগোবে এই ছবি। ১০০ কোটি টাকা বাজেটের এই ছবি মুক্তির কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী ব্যবসা করে প্রযোজকের ঘরে লাভের কড়ি তুলে ফেলতে সক্ষম হয়েছিল।