ব্রাত্য বসুর পরিচালনায় আসছে নতুন ছবি 'শেকড়'। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্পের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। প্রযোজনায় ফ্রেন্ডস কমিউনিকেশন এবং উল্কি এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। ছবিতে তিন প্রজন্মের গল্প বলবেন ব্রাত্য বসু। অভিনয়ে লোকনাথ দে, সীমা বিশ্বাস, চঞ্চল চৌধুরী, জয়তী চক্রবর্তী, ঋদ্ধি সেন ও অঙ্গনা রায়।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুই গল্প 'দ্রবময়ীর কাশীবাস' এবং 'দাদু' থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি পরিচালনা করছেন ব্রাত্য বসু। ছবির প্রযোজনায় ফ্রেন্ডস কমিউনিকেশন এবং উলকি এন্টারটেইনমন্ট প্রাইভেট লিমিটেড। সঙ্গীত পরিচালনায় প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। ক্যামেরার দায়িত্বে সৌমিক হালদার। পোশাক পরিকল্পনায় সাবর্ণী দাস। ছবির রূপটানের দায়িত্বে সোমনাথ কুণ্ডু। সম্পাদনায় সংলাপ ভৌমিক। শিল্প নির্দেশনায় কৌশিক দাস। এই ছবির শুটিং চলছে কলকাতা, বারাণসী ও বোলপুর মিলিয়ে। 'শেকড়'-এর শুটিং ফ্লোরে পৌঁছে গিয়েছিল আজকাল ডট ইন।

গল্পে চঞ্চল চৌধুরীর বাবার চরিত্রে লোকনাথ দে। অন্যদিকে, ছেলের চরিত্রে ঋদ্ধি সেন। ফ্লোরে তখন চঞ্চল চৌধুরীর শট চলছে। ছাপোষা, গ্রাম্য পরিবেশে মাটির কাছাকাছি এক চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলছেন তিনি। ওপার বাংলা থেকে ব্রাত্য বসুর এক কথায় এপার বাংলায় চলে এসেছেন তিনি। শান্তিনিকেতন তাঁর কাছে স্বপ্নের জায়গা। আজকাল ডট ইন-কে চঞ্চল চৌধুরী বলেন, "অনেকদিনের ইচ্ছে ছিল শান্তিনিকেতনে আসব। শুটিংয়ের জন্য যখন এলাম মনটা ভাল হয়ে গেল। রবি ঠাকুরের সঙ্গে তো শেকড়ের টান রয়েছে। তাই বোধহয় এই যাত্রায় আমার ইচ্ছেটা পূরণ হল।"
আরও পড়ুন: শুরুতেই বাজিমাত 'ও মোর দরদিয়া'র! সবাইকে টেক্কা দিয়ে টিআরপির প্রথম স্থান দখল করল কোন ধারাবাহিক?
চঞ্চল চৌধুরীর কথায়, "ব্রাত্যদার সঙ্গে পরিচয় ছিল আগে থেকে, কিন্তু কাজ করা হয়নি। এরপর যখন ছবি নিয়ে আলোচনা হল তখন ভাবলাম এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না। এক ডাকে চলে এলাম। অন্যদিকে, লোকনাথদার সঙ্গেও প্রথমবার এতক্ষণ স্ক্রিন শেয়ার করছি। এর আগে আমরা একসঙ্গে তুফান ছবিতে কাজ করেছিলাম। লোকনাথদার কাজের খুব বড় ভক্ত আমি। একসঙ্গে কাজ করতে পেরে খুব ভাল লাগছে।"
অভিনেতা আরও বলেন, "এই ছবির শুটিং করতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম! আমার ভাবনার সঙ্গে খুব অদ্ভুতভাবে ব্রাত্যদার ভাবনার মিল রয়েছে। সীমাদি (সীমা বিশ্বাস), লোকাদা (লোকনাথ দে)র ভাবনাও একই রেখায় চলে। আমাদের প্রত্যেকের শেকড়টা মঞ্চে বলে হয়তো এমনটা হয়। এক কথায় দারুণ অভিজ্ঞতা হচ্ছে এই ছবিতে কাজ করে।"
