নিজস্ব সংবাদদাতা: ২০২২-এর শুরুতেই আইনি বিয়ে সেরেছিলেন ঈপ্সিতা মুখোপাধ্যায় এবং অর্ণব বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার পর সবটাই কেমন উল্টেপাল্টে যায়। শোনা গিয়েছিল, আর এই সম্পর্ককে বয়ে নিয়ে যেতে চান না তাঁরা। এরপর কিছুদিন মাঝেমাঝেই একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। একে অপরকে আরও ভাল ভাবে চিনে-বুঝে নিতে চান বলেই জানিয়েছিলেন তাঁরা। তবে কিছুদিন আগে অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়।  বিচ্ছেদের পরে এবার নতুন সম্পর্কে জড়ালেন অর্ণব। তবে সামাজিক মাধ্যমে প্রেমিকার সঙ্গে ছবি পোস্ট করে আমার তো মুছে দেন অভিনেতা। 

 

ধারাবাহিকে অভিনয় থেকে প্রেমের শুরু হয়েছিল অর্ণব এবং ঈপ্সিতার। এরপর তাঁরা আশীর্বাদ এবং তারপর আইনি বিয়ে সেরে ফেলেন। তবে সামাজিক বিয়ের অনুষ্ঠান করার আগেই বিচ্ছেদের ঘোষনা করেন দু’জনে। এরপরে অবশ্য ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার কাছাকাছি আসেন তারা, তবে আবার পাকাপাকিভাবে সরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন দুজনেই। এর মধ্যেই সামাজিক মাধ্যমে নিজের কাছের মানুষের সঙ্গে ছবি প্রকাশ্যে আনলেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। মডেল শাশ্বতী বাসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেন অর্ণব। কিছুক্ষণ পর অবশ্য তা মুছে দেন। 

 

 

 

শাশ্বতীর সামাজিক মাধ্যমে তাঁদের দু'জনের একসঙ্গে কোনও ছবি নেই। হঠাৎ ছবি পোস্ট করে কেন তা মুছে দিলেন অর্ণব তার কারণ অবশ্য জানা যায়নি এখনও। তবে সম্ভবত এইমুহূর্তে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনতে চাইছেন না অর্ণব এবং শাশ্বতী। সেই কারণেই হয়তো সমাজমাধ্যম থেকে নিজেদের জুটিতে ছবি মুছে দিয়েছেন অর্ণব। প্রসঙ্গত, এই মুহূর্তে ঈপ্সিতাকে কোনও ধারাবাহিকে দেখা না গেলেও অর্ণবকে দর্শকেরা দেখতে পাচ্ছেন স্টার জলসার ‘হর গৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে। ঈপ্সিতাকে শেষবার দর্শকেরা দেখেছেন, স্টার জলসার ‘জল থৈ থৈ ভালবাসা’ ধারাবাহিকে, সেই ধারাবাহিকে অবশ্য অর্ণবকে দেখা গেছে গুরুত্বপূর্ণ চরিত্রে।