সংবাদসংস্থা মুম্বই: গত বছরেই আমির জানিয়েছিলেন  তাঁর পরবর্তী ছবির নাম ‘সিতারে জমিন পর’। ২০২৪ এর বড়দিনে মুক্তি পাবে তাঁর 'সিতারে জমিন পর'। ‘লাল সিংহ চড্ডা’র ভরাডুবির পর এই ছবির মাধ্যমেই বড়পর্দায় কামব্যাক করছেন আমির। এবার এই ছবি সম্পর্কে আমির বললেন, “ ‘সিতারে জমিন পর’-এর গল্পটা অসম্ভব সুন্দর। নানারকম মজা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে।”  

 

অভিনেতা বলে চলেন, ‘‘আমার পরের ছবি ‘সিতারে জমিন পর’ আদপে ‘তারে জমিন পর’-এর মতোই একটা ছবি। তবে নতুন ছবিটা পুরনো ছবির চেয়ে ১০ গুণ এগিয়ে। ‘তারে জমিন পর’ দেখে দর্শক কেঁদে ফেলেছিলেন। ‘সিতারে জমিন পর’ দেখে মজা পাবেন তাঁরা।’’ আমির জানান, ‘সিতারে জমিন পর’ ছবির মূল সুর একই থাকছে। আরও বলেন, ‘‘আগের ছবিতে আমি ঈশানকে সাহায্য করেছিলাম, এ বার বিষয়টা উল্টে যাবে। ছবিতে ১০জন বিশেষভাবে সক্ষম শিশু আমাকে সাহায্য করবে। তাঁদের সাহায্যেই জীবনের পথে এগিয়ে যাব আমি।’’

 


চলতি বছরের শুরুর দিকে এক সাক্ষাৎকারে আমির বলেন, “ ‘সিতারে জমিন পর’ বেশ বিনোদনমূলক ছবি। গল্পটি আমার পছন্দ হয়েছে। ছবির শুটিং শুরু হয়েছে।” মূলত বড়দিনেই ছবি রিলিজ করেন অভিনেতা। এবারেও তার অন্যথা হচ্ছে না।ছবিতে আমির ছাড়াও রয়েছেন জেনেলিয়া দেশমুখ। এই প্রথম তাঁরা কোনও ছবিতে জুটি বাঁধতে চলছেন।  

 

অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও চুটিয়ে করছেন আমির। প্রযোজক হিসাবে সানি দেওলের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।  দেশভাগের প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে তাঁদের ছবি ‘লাহোর, ১৯৪৭’। ছবি পরিচালনার দায়িত্বে থাকছেন রাজকুমার সন্তোষী। মুখ্যভূমিকায় সানি দেওল।