নিজস্ব সংবাদদাতা: আগামী সেপ্টেম্বরেই মুক্তি পাবে 'নিখোঁজ ২'! তার আগে পরিচালকের জন্মদিনে আবেগঘন পোস্ট স্বস্তিকা মুখোপাধ্যায়ের। অয়ন চক্রবর্তীর সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় জানালেন শুভেচ্ছাবার্তা। সঙ্গে ভালবাসার খোলাচিঠি। কী লিখলেন তাতে?
''দারুণ থাকো। নিখোঁজ-এর চেয়েও ঢের ভাল ভাল জিনিসপত্র বানাও। আমরা কাজ করব, না করলেও দেখব। শরীরটা ঠিক রেখ। আমাদের জীবনে তুমি আলো করে আছো, তেমনই থেকো। ভালবাসা অফুরান। লাভ ইউ। ''
বন্ধুর খোলাচিঠি পেয়ে কী বললেন অয়ন? জন্মদিনে কী প্ল্যান তাঁর? আজকাল ডট ইন-এর প্রশ্নে জানালেন, জন্মদিন মানেই তো বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়। স্বস্তিকার সঙ্গে তাঁর বন্ধুত্বের ইউএসপি কি? পরিচালকের কথায়, ''বন্ধুত্ব ভালই। বন্ধুত্ব হওয়ার একটি বড় কারণ হল, ও এতটাই ডেডিকেটেড কাজের প্রতি, যে সেটার জন্য আলাদা করে শ্রদ্ধা এবং সম্মান তৈরি হয়। এবং এই সম্মানটা বন্ধুত্বের মধ্যে খুব জরুরি বলে মনে করি। এত মন দিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করে যে, এরকম মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে সত্যিই ইচ্ছে হয়।''
সেপ্টেম্বরেই রিলিজ হচ্ছে 'নিখোঁজ ২'। সিজন ওয়ান থেকেই এই সিরিজ নিয়ে অনুরাগীদের উৎসাহ তুঙ্গে। মেয়েকে খুঁজতে কতদূর যাবেন বৃন্দা বসু? অবশ্য সিক্যুয়েলে বৃন্দার পাশে থাকবেন মেন্টর অনন্ত চ্যাটার্জি। সেই চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত। বোঝাই যাচ্ছে এই সিজনে আরও বেশি সেরিব্রাল হতে চলেছে 'নিখোঁজ ২'!
পাশাপাশি আরও একটি ওয়েব সিরিজ লেখার কাজ প্রায় শেষ করে ফেলেছেন অয়ন। সেটাও একটি থ্রিলার। তবে নতুন কাজ নিয়ে এর থেকে বেশি মুখ খুলতে নারাজ বার্থডে বয়।