চলতি বছরের ১ অগস্ট মুক্তি পেয়েছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি ছবি 'পুতুলনাচের ইতিকথা'। দর্শকদের থেকে ভাল সাড়া পেয়েছিল। নজর কেড়েছিল আবির-জয়ার অনস্ক্রিন রসায়ন। কিন্তু, আপনার ছবিটি বড়পর্দায় দেখা হয়ে ওঠেনি? কোনও ব্যাপার নয়, এবার ঘরে বসেই দেখুন আবির চট্টোপাধ্যায় এবং জয়া আহসানের রসায়ন। কোন ওটিটি মাধ্যমে দেখা যাবে, বা কবে থেকে জেনে নিন।
বড়পর্দায় মুক্তি পাওয়ার প্রায় তিন মাসের বেশি কিছু সময়ের পর ওয়েব মাধ্যমে আসছে 'পুতুলনাচের ইতিকথা'। অনেকেরই কাজের চাপ, ব্যস্ততার কারণে হলে গিয়ে ছবিটি দেখা হয়ে ওঠেনি। আবার কেউ কেউ ঘরে আয়েশ করেই আজকাল ছবি দেখতে পছন্দ করেন। আপনিও যদি সেই তালিকায় পড়েন এবং একই সঙ্গে উপন্যাসপ্রেমী হন তাহলে এই খবর নিঃসন্দেহে আপনার জন্য সুখবর। চলতি মাসেই ওটিটি মাধ্যমে আসছে 'পুতুলনাচের ইতিকথা'।
আগামী ১৪ নভেম্বর থেকে ওটিটি মাধ্যমে স্ট্রিম করা শুরু হবে সুমন মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'পুতুলনাচের ইতিকথা'। দেখা যাবে হইচই-তে। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই উপন্যাসের ৯০ তম বর্ষপূর্তিতে ওয়েব মাধ্যমে আসছে এই ছবি।
প্রসঙ্গত, 'পুতুলনাচের ইতিকথা' ছবিটিতে শশীর চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়। জয়া আহসান রয়েছেন কুসুমের চরিত্রে। পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা যাবে কুমুদের ভূমিকায়। এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুমন মুখোপাধ্যায়।
'বিসর্জন', 'বিজয়া' ছবিগুলোর পর আবারও এই ছবিতে নজর কেড়েছিল আবির চট্টোপাধ্যায় এবং জয়া আহসানের রসায়ন। তাঁদের সেই অনস্ক্রিন কেমিস্ট্রির পাশপাশি, বইয়ের পাতার চরিত্রদের স্ক্রিনে সচল দেখতে পারবেন এবার ঘরে বসেই। ছবিটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসকে অবলম্বন করে বানানো হলেও, পটভূমি কিছুটা এগিয়ে এনেছেন পরিচালক। তিনি তিন থেকে চারের দশকের গোড়ার দিকের সময়কালকে এই ছবিতে তুলে ধরেছেন। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'পুতুলনাচের ইতিকথা' উপন্যাস অবলম্বনে নাটকও মঞ্চস্থ করেছিলেন পরিচালক। সেই নাটক ভাল সাড়া পাওয়ার পরই তিনি এই উপন্যাসকে নিয়ে ছবি বানানোর কথা ভাবেন। ২০০৮ সালে প্রথম এই ভাবনা আসে তাঁর মাথায়। অবশেষে সেই ভাবনা রূপ পায় ২০২৫ সালে।
'পুতুলনাচের ইতিকথা' ছবিটির শুটিং বহুদিন আগে হয়ে গেলেও, মুক্তি পেতে বিলম্ব হয়েছিল। একাধিক চলচ্চিত্র উৎসবে গিয়েছে আবির, জয়ার ছবি। পেয়েছে প্রশংসাও।
