সংবাদসংস্থা মুম্বই : ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্কে নাকি চিড় ধরেছে। বেশ কিছু দিন ধরে এই নিয়ে জল্পনা চলছে বলিউডের অন্দরে। আজকাল প্রায় কোনও পারিবারিক অনুষ্ঠানে বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায় না ঐশ্বর্যকে। ফলে ফিসফাস পরিণত হয়েছে গুঞ্জনে। অবশ্য এই বিষয়ে সরাসরি মন্তব্য আজ পর্যন্ত শোনা যায়নি বচ্চন পরিবার অথবা ঐশ্বর্য কারও মুখেই। তবে জানেন কি, আলাপ থেকে গভীর বন্ধুত্ব এবং সেখান থেকেই প্রেম ও সবশেষে সাত পাকে বাঁধা পড়েছিলেন এই জুটি।
১৯৯৭ সালে সুইজারল্যান্ডে একে অপরের সঙ্গে প্রথমবার আলাপ হয়েছিলেন ঐশ্বর্যা এবং অভিষেকের। রাহুল রাওয়াইলের পরিচালনায় সেখানে 'অউর প্যায়ার হো গয়া' ছবিতে শুটিং সারছিলেন ঐশ্বর্যা। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন ববি দেওল। ঘটনাক্রমে শুটিংয়ের আশেপাশের অঞ্চলে একটি কাজে ছিলেন অভিষেক। জানতে পেরেই তাঁকে শুটিংয়ে আসার আমন্ত্রণ জানান ববি। কারণ ববি ও অভিষেক পরস্পরের বন্ধু সেই ছোটবেলা থেকেই। শুটিংয়ের ফাঁকেই 'জুনিয়র বি'র সঙ্গে ঐশ্বর্যার প্রথম আলাপ করিয়ে দেন ববি। এরপর ১৯৯৯ সালে 'ঢাই অক্ষর প্রেম কী' ছবির ফটোশুটে ফের মুখোমুখি হন এই দু'জন। সেই ছবিতে কাজ করতে গিয়ে আলাপ পরিণত হয় বন্ধুত্বে।
তারপর থেকে পরস্পরের মধ্যে যোগাযোগ বাড়তে থাকে। 'কুছ না কহো' ছবিতেও এরপর একসঙ্গে কাজ করার সুবাদে আরও সুদৃঢ় হয় বন্ধুত্ব। অভিষেকের কথায়, "প্রথম থেকেই আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল। ধীরে ধীরে সেই বন্ধুত্ব কখন যে অন্যদিকে মোড় নিয়ে বন্ধুত্বের থেকে বেশি কিছুতে পরিণত হয়েছিল তা আমরা কেউই আগে থেকে বুঝতে পারিনি"। শোনা যায়, 'উমরাও জান' ছবিতে একসঙ্গে অভিনয় করার সময় সম্পর্ক শুরু করেন অভিষেক-ঐশ্বর্যা। নিউ ইয়র্কের একটি পাঁচতারা হোটেলের ব্যালকনিতে হাঁটু মুড়ে বসে ঐশ্বর্যাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অভিষেক। বলাই বাহুল্য, রাজি হয়েছিলেন ঐশ্বর্যা। এরপর ২০০৭-এর প্রথমভাগেই বাগ্দান পর্ব সেরে নেন দু'জন। ওই বছরেই সাত পাকে বাঁধা পড়েছিলেন ঐশ্বর্যা ও অভিষেক। কিন্তু তাঁদের বিয়ে ঘিরে কম বিতর্ক হয়নি। মুম্বইতে বিয়ের অনুষ্ঠান হওয়া সত্বেও বলিপাড়া থেকে সঞ্জয় দত্ত, প্রীতি জিন্টার মতো মাত্র হাতেগোনা কয়েকজন তারকা নিমন্ত্রিত ছিলেন এই বিয়ের অনুষ্ঠানে।
প্রসঙ্গত, কিছু দিন আগেই ছবিশিকারিদের ক্যামেরাবন্দি হয়েছিলেন অভিষেক। সেখানে নেটনাগরিকদের নজর যায় অভিষেকের অনামিকার দিকে। অভিনেতার অনামিকায় বিয়ের আংটি দেখতে না পাওয়ায় নেটপাড়ায় নতুন করে জল্পনা শুরু হয়েছে।
