আমির খানের সঙ্গে গৌরী স্প্রাটের সম্পর্ক এখন আর গোপন কোনও অধ্যায় নয়। বেশ কিছুদিন ধরেই তাঁরা একে অন্যের সঙ্গে সম্পর্কে রয়েছেন, আর এবার সেই সম্পর্ক আরও এক ধাপ এগোল বলে খবর। শোনা যাচ্ছে, মুম্বইয়ে একটি বিলাসবহুল নতুন বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করেছেন আমির ও গৌরী। আরও জানা যাচ্ছে, এই নতুন বাড়িটি আমিরের পরিবারের অন্যান্য সদস্যদের বাড়ি থেকেও খুব একটা দূরে নয়।

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে, আমির খান বলেন, “এই সব কিছুই হচ্ছে ঠিক তখনই, যখন আমার প্রযোজিত ছবি ‘হ্যাপি প্যাটেল’ মুক্তির তোড়জোড় চলছে। পুরো ব্যাপারটাই এখন বেশ হুলস্থুল অবস্থায় আছে।”তবে সম্পর্ক যতই গভীর হোক, এখনই বিয়ের পথে হাঁটার কোনও তাড়া নেই, সাফ জানিয়ে দিয়েছেন আমির। তাঁর কথায়, গৌরীকে তিনি হৃদয়ে আগেই স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন, কিন্তু আইনি বা সামাজিকভাবে সেই সম্পর্ককে কবে রূপ দেবেন, তা এখনও স্থির নয়।

আমিরের ভাষায়, “গৌরী আর আমি একে অন্যের প্রতি খুবই সিরিয়াস। আমরা একটা খুব কমিটেড জায়গায় আছি। আমরা একসঙ্গে আছি, আমরা পার্টনার। বিয়ের ব্যাপারটা...মানে, মনে মনে তো আগেই আমি ওকে বিয়ে করে ফেলেছি। সেটা আনুষ্ঠানিকভাবে করব কি না, সেই সিদ্ধান্তটা সময়ের সঙ্গেই নেব।”

উল্লেখ্য, গত বছর নিজের ৬০তম জন্মদিনে অনুরাগীদের চমকে দিয়েছিলেন আমির খান। মুম্বইয়ে এক ঘরোয়া সাংবাদিক বৈঠকে প্রথমবার প্রকাশ্যে নিজের সম্পর্কের কথা জানান তিনি। সেদিন আমির জানান, গৌরীর সঙ্গে তাঁর পরিচয় আজকের নয়, প্রায় ২৫ বছর আগে থেকেই তাঁরা একে অপরকে চেনেন। তবে প্রায় দেড় বছর আগে হঠাৎ করেই আবার যোগাযোগ হয়, আর সেখান থেকেই ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়। “হঠাৎ দেখা, যোগাযোগ রাখা, সবটাই খুব স্বাভাবিকভাবে ঘটেছে,” বলেছিলেন আমির।

গৌরী স্প্রাট নিজেও জানিয়েছেন, তিনি এমন একজন সঙ্গী খুঁজছিলেন যিনি নম্র, বুদ্ধিদীপ্ত আর সেই গুণগুলিই তিনি আমিরের মধ্যে পেয়েছেন। উল্লেখযোগ্যভাবে, বর্তমানে গৌরী আমিরের প্রোডাকশন হাউসের সঙ্গেও যুক্ত, ফলে ব্যক্তিগত ও পেশাদার জীবন এক সুতোয় বাঁধা।

আমির খানের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে। ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন তিনি। সেই দাম্পত্যে তাঁদের দুই সন্তান- ইরা খান ও জুনেইদ খান। ২০০২ সালে সেই বিবাহবিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে চলচ্চিত্র পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আমির। ২০২১ সালে আলাদা হওয়ার ঘোষণা দেন তাঁরা। কিরণের সঙ্গে আমিরের এক সন্তান আজাদ, যিনি সারোগেসির মাধ্যমে জন্মেছেন।

 

বর্তমানে আমির তাঁর দুই প্রাক্তন স্ত্রী -রীনা দত্ত ও কিরণ রাও দু'জনের সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখেছেন। পারিবারিক বন্ধন ও সৌহার্দ্য আজও অটুট, তা স্পষ্ট তাঁর জীবনযাপনের প্রতিটি অধ্যায়েই।