নিজস্ব সংবাদদাতা, মুম্বই: মহাভারত নিয়ে ছবি করতে চান আমির খান। তাঁর প্রযোজনা সংস্থার হাত ধরেই পর্দায় আসবে হিন্দু পৌরাণিক মহাকাব্য। স্বপ্নের এই প্রোজেক্ট নিয়ে অনেক দিন আগেই জানিয়েছিলেনঅভিনেতা। কিন্তু ছবির চিত্রনাট্য হাতে থাকা সত্ত্বেও কেন কাজ শুরু করতে পারছেন না,অবশেষে মুখ খুললেন আমির। 

বলিউডে বর্তমানে মহাকাব্যিক ছবি নির্মাণের প্রবণতা চলছে। ওম রাউতের ‘আদিপুরুষ’ ছবি নিয়ে বিতর্কের ঝড় ওঠে। যার প্রভাব পড়ে বক্স অফিসে। ইতিমধ্যে রণবীর কাপুর ও সাঁই পল্লবীকে নিয়ে নতুন ‘রামায়ণ’ তৈরি করছেন ‘দঙ্গল’ ছবিরপরিচালক নীতিশ তিওয়ারি। এর মধ্যে আমির খান বানাতে চান 'মহাভারত'। 

বিটাউনে মহাভারতের কাস্টিং নিয়ে চর্চা শুরু হয়েছিল। শোনা গেছিল, ভীস্ম হবেন অমিতাভ, অর্জুন ঋত্বিক এবং দৌপ্রদী ঐশ্বর্য এবং আমির নাকি কৃষ্ণ। তবে আমিরের দিক থেকে এই ছবি নিয়ে কখনই কোনও মন্তব্য আসেননি। সম্প্রতি আমির জানিয়েছেন, "মহাভারতের চিত্রনাট্য নিয়ে বহুদিন ধরেই কাজ করে চলেছি। খুব বড় মাপের ছবি তৈরি করতে হবে। সেই কারণেই সময় নিচ্ছি। ভয় রয়েছে যদি কিছু ভুল হয়ে যায়। কারণ মহাভারত আমদের আত্মা, রক্তে রয়েছে।" তবে সময় নিয়ে করলেও 'মহাভারত' ছবিটি সমগ্র 'দেশকে গর্বিত করবে' বলে জানান 'তারে জামিন পর'র নায়ক। 

বরাবরই যে কোনও কাজ নিঁখুতভাবে উপস্থাপন করতে চান আমির খান। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট তিনি। আমিরের ছবির মুক্তির অপেক্ষায় থাকেন ভক্তরা। বছরে একটি ছবি করলেও তাতে নিজের অভিনয়ের বিশেষ ছাপ রেখে যান তিনি। ২০২২ সালে তাঁর শেষ ছবি ছিল ‘লাল সিং চাড্ডা’। ছবিটি নিয়ে বেশ বির্তক হয়েছিল। যদিও ছবির গল্পের চেয়ে আমিরের কিছু বক্তব্য নিয়ে বেশি চর্চা হয়েছিল। ‘অসহনশীলতা’ সংক্রান্ত মন্তব্যের কারণে অভিনেতার বিরুদ্ধে বয়কটের ডাক ওঠে। ছবিটি বক্স অফিসে খুব একটা ভাল ফল করতে পারেনি। আপাতত বুঝেশুনে পা রাখতে চাইছেন 'থ্রি ইডিয়েটস' অভিনেতা।