হলিউডের ঝলমলে দুনিয়ায় প্রেম ও বিচ্ছেদ নতুন কিছু নয়। তবুও, অস্কারজয়ী নিকোল কিডম্যান এবং কান্ট্রি মিউজিক তারকা কিথ আরবানের বিবাহবিচ্ছেদের খবর অনুরাগীদের মনে বেশ বড়সড় ধাক্কা দিয়েছে। প্রায় ২০ বছরের দাম্পত্য, একসঙ্গে কাটানো অসংখ্য মঞ্চ ও মুহূর্ত—সবকিছুকে মনে রেখেই এই সম্পর্কের সমাপ্তি যেন অনেকের বিশ্বাসের বাইরে।
যদিও এই সম্পর্কের শুরুটা হয়েছিল রূপকথার মত।২০০৫ সালে এক অনুষ্ঠানে প্রথম দেখা কিডম্যান ও আরবানের। অল্প দিনের মধ্যেই তাঁদের আলাপ গড়ায় গভীর প্রেমে। ২০০৬ সালে তাঁরা বিয়ে করেন। নিকোলের জন্য এটি ছিল দ্বিতীয় বিয়ে (এর আগে টম ক্রুজের সঙ্গে তাঁর ছিল ১১ বছরের সংসার), কিন্তু কিথের জীবনে এটিই ছিল প্রথম বিয়ে। শুরু থেকেই তাঁদের দাম্পত্য ঘিরে ছিল আগ্রহ, কৌতূহল আর আলোচনার ঝড়।
কিন্তু তাঁদের এই দাম্পত্যের পথ সবসময় মসৃণ ছিল না। বিয়ের কয়েক মাসের মধ্যেই কিথের মাদকাসক্তি এই সম্পর্কের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। নিকোল প্রকাশ্যে বলেছিলেন, স্বামীর পাশে দাঁড়িয়ে তাঁকে সুস্থ জীবনের পথে ফেরানো ছিল জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। বহু উত্থান-পতনের পরও তাঁরা এই সম্পর্ক টিকিয়ে রাখেন। এই কারণে তাঁদের দাম্পত্যকে অনেকে হলিউডের সাফল্যের গল্প মনে করতেন।
তবে চলতি বছরেই সব বদলে গেল। কিছুদিন আগে নিকোল টেনেসির ন্যাশভিল আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। কাগজপত্র থেকে জানা যায়, এটি হঠাৎ কোনও সিদ্ধান্ত নয়, দীর্ঘদিন ধরে এর পরিকল্পনা চলছিল।
আদালতে জমা দেওয়া নথি বলছে, উভয়ের মাসিক আয় প্রায় এক লাখ ডলার হলেও কেউ কাউকে ভরণপোষণ দেবেন না। তবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ‘কোকেন ক্লজ’।
বিবাহবিচ্ছেদের অঙ্গীকারনামায় বলা হয়েছে—যদি আরবান বিয়ের সময় সম্পূর্ণ মাদকমুক্ত জীবন বজায় রাখেন, নিকোলের থেকে তিনি পাবেন প্রতি বছর ৬ লাখ ডলার। তাঁদের বিয়ের সময়টা হিসাব করলে, তা প্রায় দাঁড়ায় ১১ মিলিয়ন ডলারে (প্রায় ১৩৮ কোটি টাকা) হতে পারে তাঁর পাওনা!
নিকোল-কিথের দুই মেয়ে সানডে রোজ (১৭) ও ফেইথ মার্গারেট (১৪)। আদালতের অভিভাবকত্ব পরিকল্পনা অনুযায়ী, তারা মূলত মায়ের সঙ্গেই থাকবে—বছরের ৩০৬ দিন। বাকি সময় বাবার সঙ্গে কাটাবে। কিথ চুক্তিতে স্বাক্ষর করেছেন।
দীর্ঘ কেরিয়ারে নিকোল কিডম্যান ছবিতে, কিথ আরবান সংগীতে একাধিক মাইলফলক স্পর্শ করেছেন। তাঁদের সম্মিলিত সম্পদ প্রায় ৫০ কোটি ডলার। এর মধ্যে নিকোলের ব্যক্তিগত সম্পদ প্রায় ৩৭৫ মিলিয়ন ডলার, কিথের ১১৪ মিলিয়ন ডলার। অভিনয়, সঙ্গীত এবং রিয়েল এস্টেটে তাদের অবদান যথেষ্ট সমৃদ্ধ।
হলিউডে কিডম্যান–আরবান দম্পতিকে প্রায়শই ‘আদর্শ দম্পতি’ হিসেবে দেখা হতো। কিন্তু এবার তাদের বিচ্ছেদ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে—প্রেম, সংগ্রাম, ও স্মৃতির সমন্বয়ে তৈরি একটি হলিউডের বাস্তব রূপকথা শেষ হয়েছে।
