নিজস্ব সংবাদদাতা: সান বাংলায় শুরু হয়েছে পারিবারিক গল্প 'বসু পরিবার'। অঞ্জন বাবুর পরিবারের গল্প অল্পদিনেই বেশ মনে ধরেছে দর্শকের। একের পর নতুন মোড়ে দর্শকমনে জায়গা করে নিয়েছে দীপ্তেশ আর নীলা। 

 

 

 

গল্পে বসু পরিবারের ভাঙন আটকাতে অসহায় অঞ্জন বাবু। কেউ না থাকলেও তাঁর পাশে এসে দাঁড়ায় নীলা। মিথ্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সে। কিন্তু বিপদের মুখে পড়ে সেও। দীপ্তেশ আর নীলাকে আলাদা করতে সৌমিলী উঠে পড়ে লেগেছে। 

 

 

ধারাবাহিকে আগামী পর্বে দেখানো হবে, সৌমিলীর ষড়যন্ত্রে বসু পরিবার থেকে নীলাকে বের করে দেওয়া হয়। বীণাপাণি দেবীর কথায় দীপ্তকে ঘরে বন্দি করে রাখা হয়। অস্থির পরিস্থিতি এখন 'বসু পরিবার'-এ। কিন্তু তার মাঝেই হঠাৎ এসে হাজির কেক! 

 

 

দেখতে দেখতে ১০০ পর্ব পার করেছে এই ধারাবাহিক। তাই ক্যামেরার এপারে শুটিং ফাঁকে সেলিব্রেশনে মেতে উঠলেন তারকা থেকে কলাকুশলীরাও।‌ ফ্লোরের সবাই মিলে কেক কেটে একে অপরকে খাইয়ে দিলেন। শুটিংয়ের ব্যস্ততার মাঝেও এক টুকরো খুশির জোয়ার বয়ে গেল ধারাবাহিকে। ১০০ পর্বে পা দিতেই আগামীদিনে যাতে দর্শকের আরও ভালবাসা পান, সেই চেষ্টাই করছেন বলে জানান নায়ক-নায়িকা।