সংবাদ সংস্থা, মুম্বই: টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘নজরে বিনোদন’-এ। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?--- ফুল দিয়ে চুপ!
‘গদর ২’ দেখে মুক্তকণ্ঠে প্রশংসা করেছিলেন সৎমা। বলিউড উৎফুল্ল, এবার তা হলে ঝগড়া মিটল। কিন্তু কোথায় কী? হেমা মালিনীর জন্মদিনে গোটা বলিউড উপস্থিত। ধর্মেন্দ্র নিজে সবাইকে আপ্যায়ন করেছেন। বৌকে উপহারও দিয়েছেন। আসেননি সানি দেওল। খবর, তিনি ফুলের স্তবক পাঠিয়ে কর্তব্য সেরেছেন। হলিউডে পা
‘সচ অফ লাইফ’ দিয়ে আন্তর্জাতিক মহল্লায় পা রাখতে চলেছেন কীর্তি কুলহারি। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত এক প্রবাসী ভারতীয় দম্পতির জীবনের সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি। হর্ষ মহাদেশ্বর রচিত ও পরিচালিত ছবিতে উঠে এসেছে মুন্সী পরিবারের জীবন। প্রযোজনায় রোমিলা সারাফ ভাট, রাহুল ভাট, নিউজার্সির প্রিন্সটনে অবস্থিত রেড বাইসন প্রোডাকশন। মা-ছেলের জুটি
রণবীর কাপুরের সঙ্গে শুটিং করলেন নীতু কাপুর। কোন ছবিতে? বলেননি ঋষি কাপুর ঘরণি। এটুকু জানিয়েছেন, তিনি তাঁর প্রিয় অভিনেতার সঙ্গে আবার শুটে। সঙ্গে মা-ছেলের সুন্দর ছবি। তাই দেখেই খুশি অনুরাগীরা। জানিয়েছেন, তাঁরা মা-বেটার যুগলবন্দি দেখার জন্য মুখিয়ে। পিছোলো ‘ইমার্জেন্সি’
চলতি বছরের ২৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। সোমবার কঙ্গনা রানাউত ঘোষণা করেছেন, পিছিয়ে যাচ্ছে ‘ইমার্জেন্সি’র মুক্তি। চলতি বছর দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা সলমন খানের ‘টাইগার ৩’। ১ ডিসেম্বর মুক্তি পাবে রণবীর কপূরের ‘অ্যানিম্যাল’। তারপরেই শাহরুখ খানের ‘ডাঙ্কি’। তারকাদেরভয়েই কি পিছিয়ে গেলেন বলিউডের ‘কুইন’?