২০২৬-এর শুরুতেই বছরভর বিনোদনের রসদের ঘোষণা সেরে ফেলেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। আসছে একগুচ্ছ সিরিজ। এবার হইচই-এর দুনিয়ায় পা রাখতে চলেছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় 'আদালত ও একটি মেয়ে' সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। সিরিজে একজন কর্পোরেট কর্মীর ভূমিকা অভিনয় করতে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে। অফিস পার্টি চলাকালীন অত্যাচারের সম্মুখীন হয় কৌশানীর চরিত্রটি। এরপর নিজের সম্মান বাঁচাতে একাই লড়াই করবে সে। এরকমই একটি গল্প নিয়ে এগোবে এই সিরিজটি। 

 

এদিকে, জানা যাচ্ছে কৌশানীর সঙ্গে আইনি লড়াইয়ের ময়দানে টক্কর দিতে দেখা যাবে অভিনেতা কৌশিক সেনকে। সিরিজে কৌশিক সেনের চরিত্রটি কৌশানীর বিপক্ষে থাকবে বলেই আশা করা যাচ্ছে। এছাড়াও গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, জিৎ সুন্দর চক্রবর্তী সহ আরও অনেকে। জিৎকে কৌশানীর ভাইয়ের চরিত্রে দর্শক দেখবেন। 

 

এই প্রথমবার হইচই-এর দুনিয়ায় পা দিয়েই সাহসী চরিত্রে কৌশানী। বর্তমানে অভিনেত্রীকে অন্যধারার কাজ বেছে নিতে দেখা যাচ্ছে। কয়েক বছর আগেই কমার্শিয়াল অভিনেত্রীর তকমা ভেঙে ফেলেছিলেন তিনি। তবে কৌশানীর এটা প্রথম সিরিজ নয়। এর আগে তাঁকে রাজ চক্রবর্তীর পরিচালনায় 'আবার প্রলয়'-এ দেখা গিয়েছিল। সেই থেকেই ছকভাঙা চরিত্রের প্রতি টান খুঁজে পেয়েছেন তিনি। 

 


জানা যাচ্ছে, ইতিমধ্যেই শুরু হয়েছে এই সিরিজের শুটিং। চলতি বছরের মাঝামাঝি সময়ে হইচই-এ মুক্তি পেতে চলেছে 'আদালত ও একটি মেয়ে'। 


প্রসঙ্গত, দর্শকের জন্য সারা বছর জুড়েই বিনোদনের ডালি সাজিয়ে ফেলেছে হইচই। বছরের ১২ মাস যাতে একটানা নতুন কনটেন্টে দর্শককে বেঁধে রাখা যায়, সেই লক্ষ্যেই শুরু হয়েছে বড়সড় কর্মযজ্ঞ। এই পরিকল্পনায় শামিল হয়েছেন টলিউডের একাধিক প্রথম সারির তারকা।


হইচইয়ের আসন্ন প্রোজেক্টগুলোতে কৌশানী ছাড়াও দেখা যাবে মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সন্দীপ্তা সেন, থেকে শুরু করে পরমব্রত চট্টোপাধ্যায়, সৌরভ দাস, চিরঞ্জিত চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তীর মতো জনপ্রিয় তারকাদের। তারকাবহুল এই তালিকা থেকেই স্পষ্ট, নতুন বছরে বাংলা ওটিটি বিনোদনে বড়সড় বাজি ধরতে চলেছে হইচই।

 

চলতি বছরে নতুন গল্পগুলোর মধ্যে আছে ঋদ্ধিমা ঘোষ, অঙ্গনা রায় ও সুস্মিতা দের 'কুহেলি', অনির্বাণের ‘একেন বাবু: পুরুলিয়ায় পাকড়াও’, সৌরভ ও শোলাঙ্কি রায়ের ‘মন্টু পাইলট ৩’, সন্দীপ্তার ‘বীরাঙ্গনা ২’,ঋত্বিকের ‘অ্যাডভোকেট অচিন্ত আইচ ৩’, শ্রাবন্তীর ‘ঠাকুমার ঝুলি’, চিরঞ্জিতের ‘নিকষছায়া ২’, পরমব্রতর ‘গোয়েন্দা আদিত্য মজুমদার’, মিমির ‘কুইনস’, শাশ্বতর ‘রক্তফলক’।