গত এক বছর ধরে সুনীতা আহুজা ও গোবিন্দার দাম্পত্য জীবন ঘিরে জল্পনা তুঙ্গে। কখনও বিচ্ছেদের খবর, কখনও আবার গোবিন্দার পরকীয়ার গুঞ্জন, সব মিলিয়ে বারবার শিরোনামে উঠে এসেছে এই তারকা দম্পতির নাম। সুনীতা যদিও বারবারই বিচ্ছেদের দাবি উড়িয়ে দিয়েছেন, তবু স্বামীর ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে অকপট মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে। এবার নতুন একটি সাক্ষাৎকারে ফের সেই ইঙ্গিতই দিলেন তিনি। সুনীতার কথায়, “এ রকম মেয়েরা তো ওর জীবনে অনেকই আসে।”

সুনীতার এক আসন্ন সাক্ষাৎকারের একটি প্রোমো ইতিমধ্যেই চর্চা শুরু করেছে। সেই ক্লিপে সুনীতাকে বলতে শোনা যায়, “আমি গোবিন্দাকে ক্ষমা করব না।”

এখানেই থামেননি তিনি। আরও বলেন, “আমি নেপালের মেয়ে। খুকরি বার করলে সবার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই ওকে বলি, সাবধান হয়ে চলো, এখনও সময় আছে।”

স্বামীর জীবনে আসা অন্য নারীদের প্রসঙ্গে সুনীতার কটাক্ষ আরও স্পষ্ট। তাঁর কথায়, “এ রকম মেয়েরা তো অনেক আসে। কিন্তু তুমি একটু বোকা। তোমার বয়স এখন ৬৩। টিনার বিয়ে দিতে হবে, যশের কেরিয়ার রয়েছে।”

এখানেই শেষ নয়। ছেলে যশ আহুজার কেরিয়ার নিয়েও গোবিন্দার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সুনীতা। তিনি বলেন, “গোবিন্দার ছেলে হয়েও যশ কখনও বলেনি, ‘বাবা, একটু সাহায্য করো’। আবার গোবিন্দাও ওকে কোনওভাবেই সাহায্য করেনি।” স্বামীর সঙ্গে মুখোমুখি সংঘাতের কথাও মনে করেন সুনীতা। বলেন, “আমি ওর মুখের উপর বলেছি, তুমি কি আদৌ বাবা?”

এর আগে ২০২৫ সালের গণেশ চতুর্থীর সময় বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সংবাদমাধ্যমের সামনে স্পষ্ট জবাব দিয়েছিলেন সুনীতা। সেই সময় তিনি বলেছিলেন, “আজ মিডিয়ার মুখে কি চড় পড়েনি? আমাদের একসঙ্গে দেখে, এত কাছাকাছি দেখে? কিছু যদি হত, তা হলে এত ঘনিষ্ঠ থাকতাম?”
তিনি আরও জোর দিয়ে বলেছিলেন, “কেউ আমাদের আলাদা করতে পারবে না। উপর থেকে কেউ নেমে এলেও না। আমার গোবিন্দা শুধু আমারই, আর কারও নয়।”

তবে অতীতে এক সাক্ষাৎকারে সুনীতা খোলাখুলি বলেন, গোবিন্দাকে ঘিরে ছড়ানো গুজবের কারণেই ২০২৫ সালকে তিনি নিজের জীবনের ‘খুব খারাপ বছর’ বলে মনে করেন। তাঁর কথায়, গোবিন্দার সঙ্গে এক তরুণীর সম্পর্ক নিয়ে লাগাতার আলোচনা তাঁকে গভীরভাবে কষ্ট দিয়েছে।

এই জল্পনাকে উড়িয়ে দিয়ে সুনীতা জানান, ওই মহিলা কোনও অভিনেত্রী নন। তিনি বলেন, অভিনেত্রীরা এমন কাজ করেন না। তাঁর দাবি, ওই নারী গোবিন্দাকে ভালবাসেন না, বরং তাঁর অর্থের দিকেই আগ্রহ বেশি।

তবে ব্যক্তিগত টানাপড়েনের মাঝেও পেশাগত জীবনে সাফল্যের কথা বলতে ভোলেননি সুনীতা। তিনি জানান, ২০২৫ সালেই তিনি নিজের ইউটিউব চ্যানেল শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই দর্শকদের ভালোবাসা ও সাফল্য পেয়েছেন। এই বিষয়টি তাঁকে ভীষণ আনন্দ দিয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য ১৯৮৭ সালে গোবিন্দ ও সুনীতার বিয়ে হয়। দীর্ঘদিন সেই বিয়ে গোপনই রেখেছিলেন তাঁরা। ১৯৮৯ সালে কন্যা টিনার জন্মের পরই প্রকাশ্যে আসে তাঁদের সম্পর্ক।