আজকাল ওয়েবডেস্ক: ইউকো ব্যাঙ্ক গ্রাহকদের জন্য সঞ্চয় প্রকল্পে ভাল সুদ দিচ্ছে। এই প্রতিবেদনে ইউকো ব্যাঙ্কের এফডি স্কিম সম্পর্কে আলোকপাত করা হবে। যদি কেউ ইউকো ব্যাঙ্কের এইডি-তে দু'লক্ষ টাকা জমা করেন, তাহলে তিনি মেয়াদপূর্তিতে ২৮,২০০ টাকা সুদ পেতে পারেন। 

এই এফডি-র সবচেয়ে ভাল দিক হল এটি গ্যারান্টি-সহ একটি নির্দিষ্ট সুদের হার দেয়। যে কেউ ইউকো ব্যাঙ্কে সাত দিন থেকে ১০ বছর সময়ের জন্য এফডি অ্যাকাউন্ট খুলতে পারেন। ইউকো ব্যাঙ্ক এফডি-তে ২.৯০ শতাংশ থেকে ৭.৯৫ শতাংশ পর্যন্ত সুদের হার (শুধুমাত্র অবসরপ্রাপ্ত সিনিয়র কর্মচারীদের জন্য)।

ইউকো ব্যাঙ্কের ৪৪৪ দিনের এফডি
ইউকো ব্যাঙ্ক ৪৪৪ দিনের এফডি পরিকল্পনায় সবচেয়ে ভাল সুদ দেয়। সাধারণ মানুষ ৬.৪৫ শতাংশ পান। প্রবীণ নাগরিকরা ৬.৯৫ শতাংশ পান। অবসরপ্রাপ্ত অতি প্রবীণরা ৭.৯৫ শতাংশ সুদ পান। দু'বছরের জন্য ২,০০,০০০ টাকা জমা করলে একজন সাধারণ ব্যক্তি ২,২৫,৯৬৫ টাকা পাবেন। এতে সুদ হিসেবে ২৫,৯৬৫ টাকা। একজন প্রবীণ নাগরিক ২,২৮,২০০ টাকা পাবেন। এতে সুদ হিসেবে ২৮,২০০ টাকা পাবেন।

এসবিআই এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক ৪৪৪ দিনের এফডি
এসবিআই-এর একটি ৪৪৪ দিনের এফডি প্ল্যানও রয়েছে। সাধারণ ব্যক্তিরা ৬.৬০ শতাংশ সুদ পান। প্রবীণ নাগরিকদের জন্য ৭.১০ শতাংশ সুদ। এতে দু'লক্ষ টাকা বিনিয়োগে মেয়াদপূর্তিতে ২,১৬,৫৭৭ টাকা পাবেন। একজন প্রবীণ নাগরিক ২,১৭,৮৭৬ টাকা পাবেন।

ইন্ডিয়ান ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্কের থেকে এফডি-তে সুদ একটু বেশি দেয়। সাধারণ ব্যক্তিরা ৬.৭০ শতাংশ সুদ দিলে একজন সাধারণ ব্যক্তি ২,১৬,৮৩৭ টাকা পাবেন। একজন প্রবীণ নাগরিক ২,১৮,১৩৭ টাকা পাবেন।

ইউকো ব্যাঙ্কের বিশেষ এফডি স্কিম
ইউকো ব্যাঙ্কের ট্যাক্স সেভার এফডি নামে একটি স্কিম রয়েছে। এই স্কিমে, আপনি আপনার জমার একটি অংশ সময়ের আগে তুলতে পারেন। অবশিষ্ট টাকায় সুদ পাবেন। প্রথমস্তরে পাঁচ হাজার টাকা তুলতে পারবেন। এই স্কিমটি জরুরি পরিস্থিতিতে খুবই সহায়ক। যে কেউ এই অ্যাকাউন্টটি খুলতে পারেন। একটি হিন্দু অবিভক্ত পরিবারও এটি খুলতে পারে। একসঙ্গে দু'জন প্রাপ্তবয়স্ক, অথবা একজন প্রাপ্তবয়স্ক যাঁর সঙ্গে একজন নাবালক রয়েছে, তাঁরাও এটি খুলতে পারে। একটি যৌথ অ্যাকাউন্টে, ধারা ৮০সি-এর অধীনে কর সুবিধা শুধুমাত্র প্রথম ধারককে দেওয়া হবে। সর্বনিম্ন আমানত ১০০। সর্বোচ্চ আমানত ১.৫ লক্ষ এক বছরে, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত। আমানতটি কমপক্ষে পাঁচ বছরের জন্য রাখতে হবে। অর্থ পাঁচ বছর পরে প্রদান করা হবে। এই স্কিমে সুদের হার পাঁচ বছরের স্থায়ী আমানতের হারের সমান।

আরও পড়ুন- তহবিলের ব্যাঘাত না ঘটিয়ে মিউচুয়াল ফান্ডের বিপরীতে কীভাবে ঋণ নেবেন? জানুন পদ্ধতি

আরও পড়ুন- পুজোর আগে সুখবর, কত টাকা বেতন বাড়ছে এই প্রতিষ্ঠানের কর্মীদের