আজকাল ওয়েবডেস্ক: এসএমই সংস্থা স্বরাজ সুটিং-এর প্রেফারেনশিয়াল শেয়ার ইস্যুতে নামের তালিকায় উঠে এসেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মা এবং তরুণ ক্রিকেটার তিলক বর্মা। তালিকায় রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ অভিষেক মোহন নায়ার এবং শ্রেয়াস আইয়ারের বাবা, সন্তোষ বেঙ্কটেশ্বরণ আইয়ারও। সংস্থার পরিকল্পনা অনুযায়ী, প্রত্যেক ক্রিকেটারকেই দেওয়া হবে ১১,০০০টি করে শেয়ার। মোট ১৯৮ জন প্রস্তাবিত তালিকায় রয়েছেন।


স্বরাজ সুটিং-এর ২৫ নভেম্বরের এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানানো হয়েছে, কোম্পানির বোর্ড ৪৩.৭৬ লক্ষ শেয়ার প্রেফারেনশিয়াল ভিত্তিতে ইস্যুর অনুমোদন দিয়েছে। শেয়ারগুলির ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শেয়ার ২৩৬। এই প্রক্রিয়ায় মোট ১০৩.২৮ কোটি টাকা তোলা হবে বলে সংস্থার অনুমান। পাশাপাশি, বোর্ড কনভার্টিবল ওয়ারেন্ট ইস্যুর পথেও তহবিল সংগ্রহের পরিকল্পনা করেছে। প্রতি ওয়ারেন্টের মূল্য ২৩৬ নির্ধারিত হয়েছে এবং এই পথে কোম্পানি আরও ১৬০.৪১ কোটি তুলতে চায়। প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন মিললে এই ওয়ারেন্টগুলি ভবিষ্যতে সমপরিমাণ ইকুইটি শেয়ারে রূপান্তরিত করা যাবে। প্রোমোটার গ্রুপসহ নির্বাচিত বিনিয়োগকারীদের জন্য এই বরাদ্দের কথা বলা হয়েছে।


সংস্থার তহবিল সংগ্রহ পরিকল্পনার পাশাপাশি আরও কিছু আর্থিক প্রস্তাবে শেয়ারহোল্ডারদের অনুমোদন চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পরিচালকদের স্বার্থযুক্ত সংস্থাগুলিকে সর্বোচ্চ ৭৫ কোটি পর্যন্ত ঋণ দেওয়া বা গ্যারান্টি প্রদানের ক্ষমতা। একই সঙ্গে কোম্পানি তার ঋণগ্রহণের সীমা বাড়িয়ে ১,০০০ কোটি করার প্রস্তাব পেশ করেছে, যা বর্তমান পরিশোধিত মূলধন ও রিজার্ভের ভিত্তিতে আরোপিত সীমা অতিক্রম করবে। কোম্পানির সম্পদের উপর চার্জ বা মর্টগেজ তৈরি করার সীমাও বাড়িয়ে ১,০০০ কোটি করার প্রস্তাবে বোর্ডের সম্মতি মিলেছে।


এই একাধিক আর্থিক প্রস্তাব অনুমোদনের জন্য কোম্পানির বোর্ড ২৪ ডিসেম্বর একটি অতিরিক্ত সাধারণ সভা আহ্বান করবে। সেখানে প্রেফারেনশিয়াল শেয়ার ইস্যুসহ অন্যান্য প্রস্তাবগুলির উপর শেয়ারহোল্ডারদের মতামত ও অনুমোদন নেওয়া হবে।


বাজারে স্বরাজ সুটিং-এর শেয়ার দামের চলনও নজর কেড়েছে। এনএসই-তে ২৭ নভেম্বর স্টকটি ২.৯০% বেড়ে ২৮০-এ বন্ধ হয়েছে। এদিন বাজার চলাকালীন শেয়ারটি তার ৫২-সপ্তাহের সর্বোচ্চ ২৮৭.৪৫ ছুঁয়ে ফেলে। টানা চার সেশন ধরে স্টকটি ঊর্ধ্বমুখী। শুধু নভেম্বর মাসেই শেয়ারটি ৪৩% বেড়েছে, অক্টোবরেও প্রায় ২০% উত্থান হয়েছিল। গত এক বছরে স্টকটি মোট ২৩% রিটার্ন দিয়েছে। তবে এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো—মার্চ ২০২২-এ আইপিও-তে প্রতি শেয়ারের দাম ছিল মাত্র ৫৬; সেখান থেকে প্রায় ৪০০% লাফিয়ে বিনিয়োগকারীদের জন্য এটি বহু-গুণ রিটার্ন (মাল্টিব্যাগার) দিয়েছে।


আর্থিকভাবে সংস্থার সাম্প্রতিক ফলাফলও দৃষ্টিকাড়ে। ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে স্বরাজ সুটিং-এর সমন্বিত আয় ২৬% বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ২০৪.১৬ কোটি টাকায়। একই সময়ে কর-পরবর্তী মুনাফা ৬৭% বেড়ে ২৩.৬৬ কোটি হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ১৪.১৯ কোটি।


সামগ্রিকভাবে, প্রেফারেনশিয়াল শেয়ার বরাদ্দে তারকাদের উপস্থিতি, শক্তিশালী তহবিল সংগ্রহ পরিকল্পনা এবং ধারাবাহিক আর্থিক উন্নতি। সব মিলিয়ে স্বরাজ সুটিং বাজারে বিনিয়োগকারীদের একটি বিশেষ আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে।