আজকাল ওয়েবডেস্ক: সোনা ও রুপোর দাম আকাশ ছুঁয়েছে। কিন্তু রুপোর সাম্প্রতিক মূল্যবৃদ্ধি সবাইকে অবাক করে দিয়েছে। অনেক বিনিয়োগকারীই এখন জানতে চাইছেন, বিশ্বের কোন দেশে রুপোর দাম সবচেয়ে বেশি। 

বর্তমানে চিনে রুপোর দাম সর্বোচ্চ। চিন এবং আন্তর্জাতিক বাজারের রুপোর দামের মধ্যে প্রতি আউন্সে প্রায় ১৬ মার্কিন ডলারের পার্থক্য রয়েছে। বিশ্বব্যাপী রুপোর দাম প্রতি আউন্স প্রায় ১০৯ মার্কিন ডলার হলেও, চিনে তা বেড়ে প্রায় ১২৫ মার্কিন ডলারে পৌঁছেছে। অর্থাৎ, চিনে রুপোর দাম অন্য জায়গার তুলনায় প্রতি কিলোগ্রামে প্রায় ৪৫ হাজার টাকা বেশি।

চীনে রুপো এত দামি কেন?

দামের এই বিশাল পার্থক্যের প্রধান কারণ হল ব্যাপক চাহিদা। বিশ্বের মোট রুপো সরবরাহের ৬৫ শতাংশেরও বেশি চিন ব্যবহার করে। চিনে রুপো শুধু গয়নার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি স্পট ও ফিউচার বাজারেও ব্যাপকভাবে কেনাবেচা হয়। বিশ্বজুড়ে রুপোর সরবরাহ কমে আসায়, চিনা বিনিয়োগকারীরা রুপোকে একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে বিপুল পরিমাণে কিনছেন।

রুপোর অত্যাশ্চর্য রিটার্ন

আন্তর্জাতিক বাজারে রুপার দাম দ্রুত বৃদ্ধি পেয়েছে। কমেক্সে একদিনেই রুপার দাম প্রায় ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স প্রায় ১০৯ ডলারে পৌঁছেছে। রুপোর দাম এক মাসে ৪২%, তিন মাসে ১২৭%, ছয় মাসে ১৮২%, এক বছরে ২৫০%-এর বেশি বৃদ্ধি পেয়েছে।

সোনার ঔজ্জ্বল্যও বাড়ছে ক্রমশ

রুপার পাশাপাশি সোনাও শক্তিশালী রিটার্ন দিচ্ছে। কমেক্সে সোনা প্রতি আউন্স ৫,১২৫ মার্কিন ডলারের কাছাকাছি দামে লেনদেন হচ্ছে। সোনার দাম এক মাসে ১৩%, তিন মাসে ২৩%, ছয় মাসে ৪৯%, এক বছরে ৮৪.৫২% বৃদ্ধি পেয়েছে।

চাহিদা বৃদ্ধি এবং সরবরাহ সীমিত হওয়ার কারণে সোনা ও রুপো উভয়ই লাভজনক বিনিয়োগ হিসেবে প্রমাণিত হচ্ছে। বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা এই দুই ধাতুতে বিনিয়োগ করতে আরও আগ্রহী হয়ে উঠেছেন।