আজকাল ওয়েবডেস্ক: নিজের মেয়েকে যারা ভালবাসেন তারা শুরু থেকেই তাদের ভবিষ্যতের জন্য চিন্তা করেন। সেখানে এমন প্রকল্প রয়েছে যা দিয়ে ১৫ বছরেই সে হতে পারে লাখপতি।
প্রতিটি মেয়ে তার পরিবারের কাছে একটি সম্পদ। তাঁর জীবনকে যদি সঠিকভাবে গড়ে তোলা যায় তাহলে সে একটি ছেলের তুলনায় কোনওভাবে কম হবে না। এই মানসিকতা রেখেই অভিভাবকরা তাদের মেয়েদের জন্য নানা প্রকল্পে বিনিয়োগ করতে থাকেন।
যারা নিজেদের মেয়ের ভবিষ্যতকে সুরক্ষিত করতে চান তাদের জন্য রয়েছে বিশেষ প্রকল্প। এই প্রকল্পটির নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা। এখানে বিনিয়োগ করতে পারলেই আপনার মেয়ে ১৫ বছরের মধ্যে ২০ লাখ টাকা পেয়ে যাবে।
২০১৫ সাল থেকেই এই প্রকল্পটি চালু করেছে কেন্দ্রীয় সরকার। এটি বেটি বাঁচাও,বেটি পড়াওয়ের একটি অংশ। এরফলে অভিভাবকরা তাদের মেয়েদের শিক্ষা, বিয়ে বা অন্য কোনও বিষয় নিয়ে চিন্তা করেনা না। নারীশক্তির বিকাশে এই প্রকল্পটি তাই সকলের নজর কেড়েছে।
এই প্রকল্পটি চালু করতে হলে অভিভাবকদের যে কেউ করতে পারেন। ১০ বছরের কম মেয়ের বয়স হলেই এই প্রকল্পটি করা যায়। এখানে সুদের হার রয়েছে ৮.২ শতাংশ করে। যদি কোনও অভিভাবকের মেয়ের বয়স ৯ বছর হয়ে থাকে এবং তিনি ১৫ বছরের মধ্যে ২০ লাখ টাকা তার মেয়েকে দিতে চান তাহলে তিনি এখানে অতি সহজেই বিনিয়োগ করতে পারেন।
যদি ১৫ বছরের মধ্যে ২০ লাখ টাকা পেতে চান তাহলে এখানে মাসে আপনাকে দিতে হবে ৬১০০ টাকা করে। তাহলেই ১৫ বছরের মধ্যে ২০ লাখ টাকা আপনি পেতে পারেন। যদি হঠাৎ করে টাকার দরকার হয় তাহলে ৫০ শতাংশ টাকা তুলে নেওয়ার সুযোগ থাকছে।
এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই বহু অভিভাবক তাদের মেয়েদের জন্য টাকা পেয়েছেন। সেই টাকা থেকে তারা বিশেষ কাজে ব্যবহার করতে পেরেছেন। যে সুদ এখানে দেওয়া হল তার লাভ সকলেই তুলতে পারেন। তবে বিনিয়োগ করার আগে সমস্ত বিষয়টি জেনে নিয়ে তবেই বিনিয়োগ করবেন। যদি কোনও প্রতারণার শিকার হন তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।
