আজকাল ওয়েবডেস্ক: কর্মপ্রার্থীদের জন্য সুখের খবর নিয়ে এল এসবিআই। তারা এবার জুনিয়র অ্যাসোসিয়েটস নিয়োগ করবে। এরা মূলত কাস্টমান সাপোর্ট এবং সেলস বিভাগে কাজ করবে। এছাড়াও এসবিআই তাদের শাখায় প্রচুর ক্লার্ক নিয়োগ করবে। আবেদন করার শেষ দিন ২৬ আগস্ট। যারা এতে আগ্রহী তারা এসবিআই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারে। আপনাকে আবেদন করতে হবে sbi.co.in এই সাইটে গিয়ে। 


এসবিআই মোট ৬৫৮৯ জনকে জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টে নিয়োগ করবে। এর মধ্যে ৫১৮০ টি পদ সকলের জন্য রয়েছে। সংরক্ষিত পদ রয়েছে ১৪০৯ টি। এর মধ্যে ২২৫৫ টি পদ সাধারণের জন্য রাখা হয়েছে। ৭৮৮ টি পদ এসসি-র জন্য সংরক্ষণ করা হয়েছে। ৪৫০ টি পদ এসটি-দের জন্য সংরক্ষণ করা হয়েছে। ১১৭৯ টি পদ ওসবিসি-দের জন্য রাখা হয়েছে। ৫০৮ টি পদ ইডাব্লুএস-দের জন্য রাখা হয়েছে।


এই বিষয়ে নোটিফিকেশন জারি করা হয়েছে চলতি বছরের ৫ আগস্ট। অনলাইনে আবেদন করা যাচ্ছে সেদিন থেকেই। অনলাইনে আবেদন এবং শেষ তারিখ রয়েছে চলতি বছরের ২৬ আগস্ট পর্যন্ত। প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে সেপ্টেম্বর মাসের ২০, ২১, ২৭, ২৮ তারিখে। এরপর মেইন পরীক্ষা হবে নভেম্বর মাসের ১৫, ১৬ তারিখ। 

আরও পড়ুন: বিশ্বে হানা দিল নতুন ভাইরাস, ক্ষমতা জেনেই মাথায় হাত গবেষকদের


কীভাবে আবেদন করবেন
প্রথমে আপনাকে এসবিআই ওয়েবসাইট এসবিআই ডট কো ডট ইনে যেতে হবে। এরপর সেখান থেকে কেরিয়ার বেছে নিতে হবে।
এরপর আপনাকে কারেন্ট ওপেনিং বেছে নিতে হবে। সেটি পাবেন জয়েন এসবিআই ট্যাব থেকে।
এরপর রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েটস লিঙ্ক ক্লিক করতে হবে।


যোগ্যতা
যেকোনো বিভাগে আপনাকে বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে ডিগ্রিধারণ করতে হবে। যারা সদ্য গ্র্যাজুয়েট হয়েছেন তারাও আবেদন করতে পারবেন। তবে তাদের পাসের বছর হতে হবে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে।


বয়স
আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে শুরু করে ২৮ বছরের মধ্যে। তারা সকলেই যেন ১৯৯৭ সালের ২ এপ্রিলের মধ্যে জন্মগ্রহণ করেন। এখানে সরকারি হিসেবে সমস্ত নিয়ম মেনে চলা হবে।
যারা জেনারেল প্রাথী তাদেরকে ৭৫০ টাকা করে পরীক্ষার ফি দিতে হবে। এই একই টাকা ওবিসি এবং ইডাব্লুএস-রাও দেবেন। এসসি, এসটি, পিডাব্লুবিডি এবং এক্স সার্ভিসম্যানদেন জন্য কোনও ফির লাগবে না।


প্রথমে সকলকে ১০০ নম্বরের একটি অনলাইন টেস্ট দিতে হবে। একেই বলা হবে প্রিলিমিনারি পরীক্ষা। এখানে পাশ করলেই আপনি মেইন পরীক্ষাতে যেতে পারবেন। সেখানে আপনাকে দুঘন্টার একটি পরীক্ষা দিতে হবে। সময় থাকবে ২ ঘন্টা ৪০ মিনিট। সেকানে ১৯০ টি প্রশ্ন থাকবে এবং মোট নম্বর থাকবে ২০০। আবেদনকারীকে দশম বা দ্বাদশ শ্রেণি থেকে একটি ভাষা বেছে নিতে হবে। মেইন পরীক্ষাতে কেমন ফল হবে তার ওপর নির্ভর করবে মেরিট লিস্ট।


সেপ্টেম্বর মাসে প্রথম দফার প্রিলিমিনারি টেস্ট হবে। নভেম্বর মাসে মেইন পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। যারা এখানে চাকরি পাবেন তাদের মাইনে ২৪ হাজার ৫০ টাকা থেকে শুরু করে ৬৪ হাজার ৪৮০ টাকা পর্যন্ত হবে। এর পাশাপাশি এসবিআইয়ের সমস্ত নিয়ম মেনে চলা হবে।