আজকাল ওয়েবডেস্ক: এসবিআই কার্ড তাদের নির্বাচিত কিছু ক্রেডিট কার্ডের রিওয়ার্ড প্রোগ্রামে বড় পরিবর্তনের ঘোষণা করেছে। ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে এসবিআই কার্ড গ্রাহকরা ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম/মার্চেন্ট এবং সরকার-সম্পর্কিত লেনদেনে আর কোনো রিওয়ার্ড পয়েন্ট পাবেন না।


এসবিআই কার্ডের ওয়েবসাইটে বলা হয়েছে ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে লাইফস্টাইল হোম সেন্টার এসবিআই কার্ড, লাইফস্টাইল হোম সেন্টার এসবিআই কার্ড SELECT এবং লাইফস্টাইল হোম সেন্টার এসবিআই কার্ড PRIME-এ ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম/মার্চেন্ট এবং সরকারি খাতে খরচের ওপর রিওয়ার্ড পয়েন্ট জমা হবে না। এর ফলে এসবিআই কার্ডধারীরা অনলাইন গেমিং ক্রেডিট কেনা বা সরকারি পোর্টালে পেমেন্ট করার ক্ষেত্রে আর কোনো রিওয়ার্ড পয়েন্ট পাবেন না। এটি প্রথম নয় এসবিআই কার্ড এর আগেও, ২০২৪ সালের ডিসেম্বরে কিছু নির্দিষ্ট কার্ডে একই ধরনের পরিবর্তন এনেছিল।

আরও পড়ুন: মরা ভেবে হেলাফেলা করবেন না, হঠাৎ করে ঘটতে পারে এই ঘটনাও


কোন কোন কার্ডে প্রভাব পড়বে?
Lifestyle Home Centre SBI Card
Lifestyle Home Centre SBI Card SELECT
Lifestyle Home Centre SBI Card PRIME


২০২৪ সালের ডিসেম্বরে এসবিআই কার্ড ঘোষণা করেছিল যে ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম/মার্চেন্টে খরচ করলে রিওয়ার্ড পয়েন্ট জমা হবে না। অন্য ব্যাঙ্কও এনেছে একই পরিবর্তন। 


এসবিআই কার্ডের আগে এইচডিএফসি ব্যাঙ্ক জুন ২০২৫-এ অনুরূপ একটি ঘোষণা করেছে। তারা জানায় ১ জুলাই ২০২৫ থেক, যেকোনও এইচডিএফসি ক্রেডিট কার্ডে স্কিল-বেসড অনলাইন গেমিং ট্রানজাকশন-এর জন্য আর কোনও রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে না।


রিওয়ার্ড পয়েন্ট রিডেম্পশন প্রসেসে কি কোনো চার্জ আছে? এখানে প্রতিটি রিডেম্পশন রিকোয়েস্টের জন্য আপনার এসবিআই কার্ড অ্যাকাউন্ট থেকে ৯৯ টাকা এবং প্রযোজ্য ট্যাক্স কেটে নেওয়া হয়। যদি আপনি কোনও ফিজিক্যাল প্রোডাক্ট বা স্টেটমেন্ট ক্রেডিট রিডিম করেন এই চার্জটি ডেলিভারি ও প্রসেসিং ফি হিসেবে গণ্য হবে।


অনলাইন রিওয়ার্ড রিডেম্পশনের জন্য কি আবার নতুন করে রেজিস্টার করতে হবে। এখানে আবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। আপনার বিদ্যমান এসবিআই কার্ড অনলাইন ইউজারনেম এবং পাসওয়ার্ড ব্যবহার করেই লগইন করতে পারবেন।


রিওয়ার্ড পয়েন্ট দিয়ে কি অন্য কাউকে জিনিস পাঠানো যাবে। রিওয়ার্ড পয়েন্টে রিডিম করা জিনিস কেবলমাত্র কার্ডের প্রাইমারি মালিকের ঠিকানায় পাঠানো হবে। 


আপনি কি রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে কার্ডের বকেয়া টাকা পরিশোধ করতে পারবেন। এখানে আপনি রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে আপনার বকেয়া টাকা মিটিয়ে দিতে পারবেন। তবে, শুধুমাত্র ২০০০-এর গুণিতকে রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করা যাবে।


এবার থেকে কী একাধিক কার্ডের রিওয়ার্ড পয়েন্ট একসঙ্গে যোগ করতে বা অন্য কার্ডে ট্রান্সফার করতে পারবেন। এখানে আপনি এক কার্ড থেকে অন্য কার্ডে রিওয়ার্ড পয়েন্ট যোগ বা ট্রান্সফার করতে পারবেন না। প্রতিটি কার্ডে অর্জিত রিওয়ার্ড পয়েন্ট কেবল সেই কার্ডেই রিডিম করা যাবে।
ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ক্রেডিট কার্ড হোল্ডারদের সংখ্যাও। বর্তমানে খুব সহজেই ক্রেডিট কার্ড নিতে পারেন যে কেউ। আর এই সুবিধা কাজে লাগিয়ে দেশে লাফিয়ে লাফিয়ে বেড়েছে ক্রেডিট কার্ডের সংখ্যা। ২০২৫ সালের মে মাসের তথ্য অনুযায়ী গোটা দেশে ১১ কোটির বেশি ক্রেডিট কার্ড চালু রয়েছে। আর ক্রেডিট কার্ডের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ক্রেডিট কার্ডের মাধ্যমে করা খরচের পরিমাণও। আর এর সঙ্গে বাড়ছে সাধারণের ক্রেডিট স্কোর নিয়ে চিন্তাও।


ক্রেডিট কার্ড ও বিভিন্ন লোনের উপর নির্ভর করে তৈরি হয় কোনও ব্যক্তির ক্রেডিট হিস্ট্রি। যদি কেউ ক্রেডিট কার্ডের বিল সময় মিটিয়ে দেয় ও তার ক্রেডিট ইউটিলাইজেশন ৩০ শতাংশের নীচে থাকে, তাহলে সেই ব্যক্তির ক্রেডিট স্কোর ধীরে ধীরে সময়ের সঙ্গে বাড়তে থাকে। অন্যদিকে, ক্রেডিট কার্ডের বিল পেমেন্টে যে কোনও ধরনের ভুল ও ক্রেডিট ইউটিলাইজেসন অনেক বেশি হলে কমতে থাকে ক্রেডিট স্কোর। আর ক্রেডিট স্কোর যত কমে, কোনও ব্যক্তির লোন পাওয়ার সম্ভাবনাও কমে হুহু করে।