আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় পোস্ট অফিস মানেই সকলের কাছে একটি বিরাট ভরসায় জায়গা। এখানে বিনিয়োগ করলে আপনি একটি নির্দিষ্ট সময় পরেই ভাল টাকা পেতে পারেন। পাশাপাশি সুদের হার ভাল থাকার জন্য এখানে বহু মানুষই বিনিয়োগের পথে যান।
পোস্ট অফিসে রয়েছে পিপিএফ অ্যাকাউন্ট। যদি এখানে বিনিয়োগ করেন তাহলে সেটি আপনাকে দীর্ঘমেয়াদী হিসেবে বিনিয়োগ করতে হবে। প্রায় ১৫ বছর ধরে এই টাকা আপনাকে রাখতে হবে। এখানে আপনি ৫০০ টাকা থেকে শুরু করে বছরে দেড় লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এখানে সুদের হার রয়েছে ৭.১০ শতাংশ। ফলে সেখানে বছরের শেষে অনেকটা সুদ আপনার অ্যাকাউন্টে জমা হবে। এখানে খানিকটা কর ছাড়ের দিকটিও থাকে। ফলে সেখান থেকে বিনিয়োগকারীদের অনেকটা সুবিধা থাকে।
পোস্ট অফিসে রয়েছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। এখানেও নিশ্চিত মনে বিনিয়োগ করা যেতে পারে। এখানে বছরে সুদের হার থাকে ৭.৭ শতাংশ করে। সেখানে আপনি যে পরিমান টাকা রাখবেন সেইমতো আপনি সুদ পাবেন। এখানে ১ হাজার টাকা থেকে বিনিয়োগ করতে পারে। কোনও সীমা নেই এখানে বিনিয়োগ করার। এখানে বিনিয়োগ করলে সেখান থেকে ভাল টাকা রিটার্ন আসার পথ খুলে যায়।
পোস্ট অফিসে রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। এটি মূলত মেয়েদের জন্যেই রয়েছে। এখানে তাদের নামে তাদের অভিভাবকরা বিনিয়োগ করতে পারেন। এখানে বছরে ২৫০ টাকা থেকে বিনিয়োগ করা যেতে পারে। বছরে আপনি দেড় লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এখানে সুদের হার রয়েছে ৮.২ শতাংশ করে। পাশাপাশি কর ছাড়ের বিষয়টিও বাড়তি সুবিধা নিয়ে আসে।
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে আপনি ১ হাজার টাকা থেকে বিনিয়োগ করতে পারে। সেখানে আপনি ৯ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। যদি জয়েন্ট অ্যাকাউন্ট করেন তাহলে সেখানে আপনি ১৫ লাখ টাকা পর্যন্ত রাখতে পারবেন। এখানে সুদের হার রয়েছে ৭.৪ শতাংশ। এখানে সময় রয়েছে ৫ বছর। যদি হঠাৎ করে টাকার দরকার হয় তাহলে সেখানে আপনি ১ বছর পর টাকা তুলে নিতে পারেন।
পোস্ট অফিসের আরও একটি বিশেষ স্কিম হল সিনিয়র সিটিজের সেভিংস স্কিম। এখানে যাদের বছর ৬০ বছর তারা টাকা রাখতে পারবেন। এখানে পোস্ট অফিসের নির্ধারিত হারেই সুদ মিলবে। তাই সেদিক থেকে দেখতে হলে এখানে সিনিয়র সিটিজেনরা ভাল সুদের টাকা পেতে পারেন। সময় থাকে ৫ বছর।
পোস্ট অফিসেই রয়েছে কিষাণ বিকাশ পত্র। এখানে টাকা রাখতে সেটি ১১৫ মাসে ডবল হয়ে যাবে। এখানে ১ হাজার টাকা থেকে বিনিয়োগ করা যেতে পারে। আপনার যত টাকা ইচ্ছা এখানে বিনিয়োগ করতে পারেন। ফলে দ্রুত লাভের মুখ দেখতে বেশি সময় লাগবে না।
