আজকাল ওয়েবডেস্ক: শুরু হল সেপ্টেম্বর। আজ, পয়লা সেপ্টেম্বর ২০২৫ থেকে, এসবিআই কার্ড তার নিয়মে একটি বড় পরিবর্তন কার্যকর করল। এর সরাসরি প্রভাব কার্ডধারীদের উপর পড়বে। পাশাপাশি, এসবিআই কার্ড একটি নোটিশের মাধ্যমে বড় তথ্য দেওয়ার কাজ করেছে। কিছু কার্ডের রিওয়ার্ড পয়েন্ট বাদ দেওয়ার কাজ এ দিন থেকেই করা হল। ১ সেপ্টেম্বর থেকে, ক্রেডিট কার্ডের নিয়মেও পরিবর্তন হল। সেগুলি কী কী? 

ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন
LifestyleCentrer SBI Card, Lifestyle Home Centre, SBI Card Select এবং Lifestyle Home Centre SBI Card Prime হোল্ডাররা সুবিধা কম পাবেন। কিছু লেনদেনে উপলব্ধ এসবিআই রিওয়ার্ড পয়েন্টগুলি বাদ দেওয়ার জন্য এই কাজ করা হল।

এইসব কার্ডে রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না-

এসবিআই কার্ড আর ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন গেমিং প্ল্যাটফর্মে করা কোনও লেনদেনে কোনও রিওয়ার্ড দিচ্ছে না।

শুধু তাই নয়, গ্রাহক যদি কোনও ধরণের সরকারি লেনদেন বা সরকারি পরিষেবা ব্যবহারের জন্য লেনদেন করেন, তাহলে এই ধরনের খরচের উপর কোনও পুরষ্কার পয়েন্ট দেওয়া বন্ধ করা হয়েছে। সেই সঙ্গেই, ব্যাঙ্কের পক্ষ থেকে নোটিশে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে- মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর করা হবে।

আরও পড়ুন- পুজোর মাসের প্রথমেই স্বস্তি, এক ধাক্কায় অনেকটা দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের

আগামী মাস থেকে, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে, সমস্ত CPP এসবিআই কার্ড গ্রাহকরা তাদের নিজ নিজ পুনর্নবীকরণ তারিখের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে আপডেটেড প্ল্যান ভেরিয়েন্টে স্থানান্তর করতে পারবেন।

এই পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

সরকার ইতিমধ্যেই ক্রেডিট কার্ডধারীদের জন্য নিয়মে পরিবর্তন এনেছে। এর আগে, জুলাই এবং আগস্ট মাসে বড় ধরনের পরিবর্তন কার্যকর করা হয়েছিল। এসবিআই কার্ড তাদের অনেক কার্ডে উপলব্ধ বিনামূল্যে বিমান দুর্ঘটনা কভার বন্ধ করে দিয়েছে।

আরও পড়ুন - ইপিএফও থ্রি থেকে আপনি কোন সুবিধা পাবেন, দেখে নিন বিস্তারিত

আরও পড়ুন- বাবা-মায়ের মৃত্যুর পর ট্যাক্স ফাইলিং কি প্রয়োজনীয়? কীভাবে জানাবেন রিফান্ডের দাবি? ...