আজকাল ওয়েবডেস্ক: বিনিয়োগ ঝুঁকিপূর্ন, কিন্তু তাতে তা থেমে থাকে না। সাম্প্রতিক সময়ে বিনিয়োগের ক্ষেত্রে এসআইপি একটি জনপ্রিয় মাধ্যম। কেবল বিনিয়োগের আগে একটু দেখে নিতে হবে অঙ্কের হিসেব। অর্থাৎ কত দিকে, কত বছরে ঠিক কতটা মূল্য পাচ্ছেন আপনি। এই সহজ হিসেব করে নিয়ে বিনিয়োগ করলেই কেল্লাফতে। আপনার সঞ্চয় তো রইলই, সঙ্গে আপনিও রইলেন নিশ্চিন্তে।
বিনিয়োগকারীদের অনেকেই এখন আগ্রহ দেখাচ্ছেন এডেলওয়েস ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডে। বিনিয়োগের বাজারে ২০০৯ থেকে রয়েছে এটি। হিসেব বলছে, এতে বিনিয়োগকারীদের লভ্যাংশ থাকে ১১.৩৬ শতাংশ হারে ।
একেবারে সূচনা লগ্নে, অর্থাৎ ১৫ বছর আগে থেকে যেসব বিনিয়োগকারীরা মাসিক ১০ হাজার টাকা করে বিনিয়োগ করেছেন, এখন তাঁদের বিনিয়োগের বর্তমান মূল্য দাঁড়াচ্ছে প্রায় পঞ্চাশ লক্ষে। গতবছর এই ফান্ডের লভ্যাংশের হার ছিল ২৬.৪৫ শতাংশ।
