আজকাল ওয়েবডেস্ক: এই মুহূর্তে দেশের যে কোনও শোরুম, সুপারমার্কেট কিংবা পাড়ার ছোটো দোকানে পা রাখলেই একটাই কথা শোনা যাচ্ছে—দাম কমেছে। GST 2.0 কার্যকর হওয়ার পর স্কুটার, এন্ট্রি–লেভেল গাড়ি, গৃহস্থালি ইলেকট্রনিক্স, প্যাকেটজাত খাবার থেকে শুরু করে সাধারণ ওষুধ—সব কিছুর ওপরেই খরচ কিছুটা হালকা হয়েছে।
আর জিনিসের দাম কমলেই মানুষ যা করে থাকে, ঠিক সেটাই আবার ঘটেছে—তারা কেনাকাটা শুরু করেছে। উৎসবের সময়ে দোকানে ভিড় ফিরেছে, গৃহস্থালি যন্ত্রপাতির দোকানগুলিতে ত্রৈমাসিকের শুরুতেই চাহিদা বেড়েছে, দুই-চাকার শোরুমে বেড়েছে গ্রাহকদের আগ্রহ, এমনকি গ্রামাঞ্চলের ক্ষুদ্র FMCG পরিবেশকরাও জানিয়েছেন যে প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসের বিক্রি আগের তুলনায় ভালো চলছে। কিছুদিন একটু থমকে যাওয়া ভারতের ভোগব্যয় এখন আবার গতি পাচ্ছে। ফলে একটি প্রশ্ন এখন সর্বত্র উঠছে — বাজারে যদি চাঙ্গা ভাব আসে, তবে কি দালাল স্ট্রিটও সেই আগুনে গরম হবে?
বাজার বিশেষজ্ঞদের মতে, GST 2.0 ভোক্তা ব্যয়ের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট সেক্টরগুলির জন্য স্পষ্ট ইতিবাচক হাওয়ার সৃষ্টি করেছে। এর মধ্যে রয়েছে—অটো, FMCG, হাউজিং, কনজিউমার ডিউরেবলস এবং ডিসক্রিশনারি রিটেল।
বিভিন্ন রিসার্চ ফার্ম ইতিমধ্যেই হিসেব-নিকেশ শুরু করেছে। GST 2.0 ইলেকট্রনিক্স, টেক্সটাইল, অটো ও গ্রামীণ ভোগব্যয়ে চাহিদা বাড়িয়ে দেশের GDP–তে ৫০ থেকে ৭০ বেসিস পয়েন্ট অতিরিক্ত যোগ করতে পারে।
বাস্তবে গৃহস্থালির জন্য করছাড়, যা সাধারণত বড় দামের পণ্য কেনার ক্ষেত্রে ব্যয় বাড়িয়ে দেয়। GST 2.0 আন্তর্জাতিক ঝুঁকি—যেমন তেলের দাম বা বাণিজ্যিক শুল্ক—থেকে ভারতীয় ইকুইটিকে আংশিক সুরক্ষা দিতে পারে, যদিও পুরোপুরি নয়।
তবে বাজার নিয়ে বেশি আশাবাদী হয়ে পড়তে নিষেধ করছেন বিশ্লেষকরা। বর্তমানে বাজারের মূল্যায়ন অনেকটাই উঁচু। তাই দীর্ঘমেয়াদি শক্তিশালী র্যা লি আসতে হলে কোম্পানিগুলিকে আয়ের গতি দ্রুত বাড়াতে হবে। GST 2.0 পটভূমিকে উন্নত করে, কিন্তু প্রকৃত চালিকাশক্তি হবে—উচ্চ মুনাফা, ভালো ক্যাশ ফ্লো এবং স্থিতিশীল বৈশ্বিক পরিস্থিতি।
বিনিয়োগকারীদের জন্য ইঙ্গিতটি স্পষ্ট—GST 2.0 সেইসব কোম্পানির পক্ষে সহায়ক যাদের ব্যবসা সরাসরি মানুষের কেনাকাটার ওপর নির্ভরশীল। দাম কমলে অটো, কনজিউমার ডিউরেবলস, সিমেন্ট, হাউজিং–সম্পর্কিত কোম্পানি এবং বাছাই করা FMCG স্টকে আয়ের দৃষ্টিভঙ্গি আরও পরিষ্কার হতে পারে।
তবে এই সংস্কারটিকে বৃহত্তর অর্থনৈতিক কাহিনির একটি সহায়ক উপাদান হিসেবে দেখা উচিত—একক কোনও বাজার–ট্রিগার হিসেবে নয়।
GST 2.0 ইতিমধ্যেই বাজারে মূল্যহ্রাস ঘটিয়েছে এবং ভোগব্যয় বাড়িয়েছে। এটি কোম্পানির আয়ে সাহায্য করবে এবং মনোভাব উন্নত করবে। কিন্তু এটি দীর্ঘমেয়াদে বাজারকে কোথায় নিয়ে যাবে—তা নির্ভর করবে কর্পোরেট কার্যক্ষমতা, আয় বৃদ্ধির গতি এবং আগামী মাসগুলিতে বিশ্বের অবস্থার ওপর।
