আজকাল ওয়েবডেস্ক: প্রতি মাসের মতো, সোমবার (১ সেপ্টেম্বর) থেকে বেশ কিছু নিয়মে বদল আসতে চলেছে। মাসের শুরুতেই নিয়মের এই পরিবর্তন সাধারণ মানুষের সঞ্চয়ের উপর সরাসরি প্রভাব ফেলবে। এই পরিবর্তনগুলির মধ্যে রয়েছে ক্রেডিট-কার্ড, রান্নার গ্যাস সিলিন্ডারের দাম, রূপোর গয়েনা কেনার নিয়ম-সহ আরও অনেককিছু। 

১লা সেপ্টেম্বর থেকে এই পাঁচটি পরিবর্তন হতে পারে:

এসবিআই ক্রেডিট কার্ডে বদল: বৃহত্তম ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) তার ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য নীতিতে কিছু পরিবর্তন ঘোষণা করেছে। ব্যাঙ্কটি জোর দিয়ে বলেছে যে, এখন ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম, ব্যবসায়ী এবং সরকারি লেনদেনের নির্দিষ্ট কার্ডগুলিতে রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না। ১ সেপ্টেম্বর, ২০২৫ থেকে কার্যকর হওয়ার পর, এই সিদ্ধান্ত সরাসরি লক্ষ লক্ষ কার্ডধারীদের উপর প্রভাব ফেলবে।

আইটিআর ফাইলিং: এবার আয়কর বিভাগ আইটিআর দাখিলের শেষ তারিখ ৩০ জুলাই থেকে বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর ২০২৫ করেছিল, সেই কারণে করদাতারা রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত সময় পেয়েছেন। এই সময় আর বাড়ানো হবে না। ফলে করদাতাদের ১৫ সেপ্টেম্বরের মধ্যেই আইটিআর দাখিল করতে হবে। অন্যথায় নোটিস  আসতে পারে।

রান্নার গ্যাসের দামে বদল: ১ সেপ্টেম্বর, ২০২৫ থেকে এলসপিজি সিলিন্ডারের দামও পরিবর্তিত হতে পারে। গত মাসের শুরুতে, (১ আগস্ট) ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৩৩.৫০ টাকা কমানো হয়েছিল। তবে, সাধারণ ১৪ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম একই ছিল। আশা করা হচ্ছে যে, সেপ্টেম্বরে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রেও ছাড় দেওয়া হতে পারে। ফলে সাধারণ মানুষ কিছুটা উপকৃত হবেন।

রূপার গয়নায় হলমার্ক: রুপোর গহনাতেও বড় বদল আসতে চলেছে। সোনার মতো এবার রুপোর গহনাতেও থাকবে হলমার্কিং। ১ সেপ্টেম্বর থেকেই বাধ্যতামূলক হতে চলেছে রুপোর গহনায় হলমার্কিং। তবে, এই নিয়মটি প্রাথমিকভাবে ঐচ্ছিক, যার অর্থ গ্রাহকরা হলমার্কযুক্ত বা হলমার্কবিহীন গয়না কিনতে পারবেন।

ডাক পরিষেবায় পরিবর্তন: এই সেপ্টেম্বর থেকে ডাক পরিষেবাগুলিতেও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। ঘোষণা করা হয়েছে যে, নথিভুক্ত ডাক পরিষেবা স্পিড পোস্ট পরিষেবার সঙ্গে একীভূত হবে। এর অর্থ হল, যদি কোনও ব্যবহারকারী ১ সেপ্টেম্বর ২০২৫ বা তার পরে কোনও গন্তব্যে ডাক পাঠাতে চান, তবে তা এখন সরাসরি স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। সাধারণ ডাকের জন্য আলাদা কোনও পরিষেবা থাকবে না।

সিএনজি এবং পিএনজির দামে বদল: আশা করা হচ্ছে যে সিএনজি এবং পিএনজির দামে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। এগুলির দাম বিগত বেশ কিছু সময় ধরে একই রয়ে গিয়েছে। তাই এই সেপ্টেম্বরে দাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

ইউপিএস-এর সময়সীমা: জাতীয় পেনশন ব্যবস্থার (এনপিএস) আওতাভুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে ইউনিফাইড পেনশন স্কিম (ইউপিএস) বেছে নেওয়ার। আগে এই তারিখ ছিল ৩০ জুন, কিন্তু পরে তা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। এটি সরকারি কর্মচারীদের জন্য শুরু হওয়া একটি পেনশন স্কিম।

আরও পড়ুন- গনগনে স্বদেশী আঁচ, ভারতীদের মনে দানা বাঁধছে মার্কিন বিরোধীতা, এদেশে ব্যবসা নিয়ে আতঙ্কে পেপসি-ম্যাকডোনাল্ডস