আজকাল ওয়েবডেস্ক: বাঁশ দিয়ে মেরে পুলিশকর্মীর মাথা ফাটনোর অভিযোগে যুবককে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার ঘটনাটি ঘটেছে স্বরূপনগর থানার বাংলানি গ্রাম পঞ্চায়েতের ধোকরা গ্রামে। স্থানীয় সূত্রে খবর, রবিবার মাঝরাতে এলাকারই এক যুবক ভূদেব মণ্ডল পরিবারের সদস্যদের গায়ে হাত তোলে। ওই যুবকের মারে আহত হন তাঁর মা, বাবা, বৌদি এবং ভাইপো। খবর গ্রামের বাসিন্দাদের মধ্যে জানাজানি হতেই তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করেন। স্বরূপনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অভিযুক্ত যুবক নিজের বাড়ির ছাদের ওপরে উঠে যায়। পুলিশ তাঁর সাথে কথা বলতে গেলে ভূদেব উল্টে পুলিশের ওপরেই হামলা করে বসে।
বাঁশের একটি মোটা লাঠি দিয়ে পুলিশের মাথায় আঘাত করে সে। গুরুতর আঘাতের ফলে ওই পুলিশকর্মী সেখান থেকে পড়ে যান। জানা গিয়েছে, মাথায় গুরুতর চোট পেয়েছেন তিনি। উপস্থিত অন্য পুলিশকর্মীরা তাঁকে শাড়াপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। পুলিশকর্মীর আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছল স্বরূপনগর থানার ব্যাক আপ ফোর্স। বিশাল পুলিশ বাহিনী দেখে ঘাবড়ায়নি অভিযুক্ত। ওই বাঁশ দিয়েই বেধড়ক মারামারি শুরু হয় দুই পক্ষের মধ্যে| এমনকি ভিড় জমান স্থানীয় বাসিন্দারাও। বেশ কিছুক্ষণের চেষ্টায় চারিদিক থেকে ঘিরে ফেলে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা নিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
