আজকাল ওয়েবডেস্ক: প্রেমিকার স্বামীকে খুন করতে এসে নিজেই খুন হলেন এক যুবক। খুনের পর থানায় আত্মসমর্পণ করলেন অভিযুক্ত বিকাশ চৌধুরী। ছেলের সামনেই স্ত্রীর প্রেমিককে খুন করে বিকাশ। ঘটনাটি হাওড়া জেলার শিবপুরের গনেশ মাঝি লেনের।

এক আবাসনের চারতলায় থাকতন বিকাশ চৌধুরী। বিকাশের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভুত সম্পর্ক ছিল বিকাশেরই বন্ধু রবি শ্রীবাস্তাবের। কয়েকদিন আগে রবির সঙ্গে পালিয়ে যায় বিকাশের স্ত্রী। তারপরে  ফিরেও এসেছিলেন বিকাশের স্ত্রী। কিন্তু  বিকাশের সঙ্গে বনিবনা হয়নি তাঁর স্ত্রীর।

এরপর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ফোনে  গন্ডগোল হয় বিকাশ আর রবির। রাতে রবি দুই জনকে সঙ্গে নিয়ে বিকাশের বাড়িতে আসে, সেখানেই ঘরে বসে মদ্যপান করে সবাই, সেখানেই শুরু হয় বচসা। অভিযোগ, বিকাশকে প্রথমে খুন করতে যান রবি। সেখানেই পাল্টা রবিকে ধারালো অস্ত্র দিয়ে ছেলের সামনেই কোপাতে থাকেন বিকাশ। তাতেই প্রাণ যায় রবির। খুন করে পালিয়ে গিয়ে শিবপুর থানায় আত্মসমর্পণ করেন বিকাশ।

এদিকে ওইদিন রাতে আবাসনের চারতলায়  উদ্ধার হওয়া রবির দেহ দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ব্যক্তিকে চিনতে পারলেও কেন সে খুন হল সেই ব্যাপারে কিছুই জানতেন না তাঁরা। বৃহস্পতিবার রাতে এ ব্যাপারে আবাসনের বাসিন্দা প্রদীপ ঘোষ বলেন, "রাত প্রায় দশটা নাগাদ কাজ থেকে বাড়ি ফিরে এসে দেখি ঘরের সামনে একটা বডি পড়ে আছে। চারিদিকে রক্ত ভেসে যাচ্ছে। মৃত ব্যক্তি আগে প্রোমোটারের সঙ্গে কাজ করতেন। প্রায় ছয়'মাস হল সে প্রোমোটারের সঙ্গে কাজ করছিলেন না। শুনেছি এদিন হঠাৎই এখানে আসেন। ওই ব্যক্তি সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় মুখ উল্টে পড়েছিলেন।"

ওই আবাসনের অপর এক বাসিন্দা পম্পা দাস বলেন, "আমরা যে যার ঘরের ভেতর ছিলাম। পাশের বাড়ির এক কাকিমা খবরটি জানান। বাইরে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় একটি বডি পড়ে আছে। এই ব্যক্তি আগে মেনটেনেন্স এর কাজ করতেন। সেই জন্য তিনি প্রায়ই এখানে আসতেন।"

আরও পড়ুন- সুযোগ পেলেই পরপুরুষকে ঘরে ডাকেন স্ত্রী! স্বামীর সন্দেহ তীব্র হতেই মহিলার ভয়াবহ পরিণতি, মুর্শিদাবাদে ব্যাপক চাঞ্চল্য