আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে দেশজুড়ে চিকিৎসকদের অসন্তোষের মধ্যেই হাসপাতালে ঢুকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল মালদায়। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। অভিযুক্ত নেতা অবিনাশ দাশ বলে জানা গিয়েছে।
জেলার তৃণমূল সভাপতি আব্দুর রহমান বক্সি এপ্রসঙ্গে বলেন, 'ঘটনাটি আমাদের কানে এসেছে। আমরা খোঁজ নিয়ে দেখছি। এটুকু বলতে পারি, যদি ওই নেতা দোষী সাব্যস্ত হয় তবে দল কোনওভাবেই পাশে দাঁড়াবে না।'
হরিশচন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রামের তৃণমূল নেতা অবিনাশের স্ত্রী সন্তান প্রসবের জন্য ওই হাসপাতালে ভর্তি হন। অভিযোগ, রবিবার রাতে মত্ত অবস্থায় ওই নেতা হাসপাতালের লেবার রুমে ঢুকে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপর ইমার্জেন্সি বিভাগে গিয়েও তিনি গালিগালাজের সঙ্গে মারধরের হুমকি দেন।
ঘটনায় ভীত হয়ে পড়েন কর্তব্যরত নার্সরা। তাঁরা বারবার ক্ষোভের কারণ জিজ্ঞাসা করলেও অবিনাশ তাঁদের কথার কোনও উত্তর না দিয়ে হুমকি দিতে থাকেন। শেষপর্যন্ত হাসপাতাল কর্মী ও উপস্থিত কয়েকজন স্থানীয় তাঁকে হাসপাতাল থেকে বের করে দেন।
ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। তাঁরা নিরাপত্তার দাবি তুলেছেন কর্তৃপক্ষের কাছে।
