আজকাল ওয়েবডেস্ক: উত্তরবঙ্গের শিলিগুড়ির গোঁসাইপুরে বিজেপির কর্মীসভার মঞ্চে উঠেই চিকেনস নেক বা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা প্রসঙ্গে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৪ সালের ডিসেম্বর মাসে এসএসবি-র এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি প্রথমবার প্রকাশ্যে দাবি করেছিলেন চিকেনস নেক করিডোর সম্পূর্ণ নিরাপদ রয়েছে। তার পরবর্তী সময়ে এই গুরুত্বপূর্ণ করিডোর ঘিরে একাধিক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে।
চিন, বাংলাদেশ, পাকিস্তান-সহ ভারতের সমস্ত শত্রু রাষ্ট্রের নজর রয়েছে এই চিকেনস নেক করিডোরের উপর—এ কথা উল্লেখ করে অমিত শাহ জানান, এই করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের সমস্ত নিরাপত্তা বাহিনী সর্বদা তৎপর রয়েছে। উত্তরবঙ্গে আয়োজিত এই কর্মী সম্মেলনের মঞ্চ থেকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, চিকেনস নেক কারুর কোনও ব্যক্তিগত সম্পত্তি নয় এবং এই এলাকায় অস্থিরতা তৈরি করার চেষ্টা হলে ভারত কঠোর জবাব দিতে প্রস্তুত।
তিনি আরও জানান, ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারতীয় নিরাপত্তা বাহিনীর তরফে চিকেনস নেক এলাকায় একাধিক নিরাপত্তা মহড়া চালানো হয়েছে। পাশাপাশি ভারতীয় সেনা ‘অপারেশন তিস্তা প্রহার’ নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে, যার মাধ্যমে এই করিডোরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
রাজনৈতিক প্রসঙ্গেও তীব্র মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, “তুলনায় সিপিএমই ভালো ছিল।” পাশাপাশি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে উত্তরবঙ্গের জন্য একাধিক বিশেষ প্যাকেজ ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
চা শিল্প নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন অমিত শাহ। তাঁর কথায়, চা বাগানগুলির জন্য বিশেষ প্যাকেজ দেওয়া হবে এবং চা বাগানের শ্রমিকদের নিজেদের জমির অধিকার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
