আজকাল ওয়েবডেস্ক:  তৃণমূল কংগ্রেসের সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীরের মত দলবদলের ধারা অক্ষুন্ন রাখলেন  রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসির হায়দার। তৃণমূল কংগ্রেসের  থেকে কংগ্রেস ঘুরে শনিবার হুমায়ুন কবীরের দল জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিলেন রাজ্যের মন্ত্রী  ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শনী হাকিমের প্রাক্তন স্বামী ইয়াসির হায়দার। 

প্রসঙ্গত, ইয়াসির প্রথমে তৃণমূল কংগ্রেস করতেন। সেই সময় কলকাতা বন্দর এলাকার গুরুত্বপূর্ণ পদেও ছিলেন তিনি । পরে ফিরহাদ হাকিমের কন্যার সঙ্গে দূরত্ব বাড়ায় তৃণমূলের সঙ্গে ইয়াসিরের দূরত্ব বাড়ে। সেই সময় তিনি কংগ্রেসে যোগদান করেন। কিন্তু সেখানে তেমন সুযোগ করতে না পেরে শনিবার ইয়াসির, হুমায়ুন কবীরের হাত ধরে জনতা উন্নয়ন পার্টি দলে যোগদান করলেন।
 
প্রসঙ্গত, ২০১১-এর বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীর কংগ্রেসের  টিকিটে রেজিনগর বিধানসভা আসন থেকে জয়ী হয়েছিলেন। পরে কংগ্রেস ত্যাগ করে হুমায়ুন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সেখান থেকে সাসপেন্ড হওয়ার পর  হুমায়ুন কংগ্রেস -বিজেপি ঘুরে ২০২১-এর বিধানসভা নির্বাচনে ফের তৃণমূলের টিকিট পান। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুন কবীর সম্প্রতি নিজের নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি শুরু করেছেন।
 
হুমায়ুনের রাজনৈতিক দলে যোগ দেওয়ার পর রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জমাই  ইয়াসির হায়দার বলেন,"আজ থেকে আমি জনতা উন্নয়ন পার্টির একজন সক্রিয় কার্যকর্তা হিসেবে কাজ করব।" তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস দলটি বর্তমানে অভিনেতা-অভিনেত্রীদের দল এখানে কর্মীদেরকে গুরুত্ব দেওয়া হয় না। 

প্রসঙ্গত, সম্প্রতি হুমায়ুন কবীর ঘোষণা করেছিলেন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তাঁর নতুন রাজনৈতিক দলের সমর্থকদেরকে নিয়ে একটি বড় জনসভা করবেন। কিন্তু সেনাবাহিনীর তরফে সেই সভার অনুমতি না পাওয়ায় শনিবার মুর্শিদাবাদের রেজিনগরে  বড় জনসভা করেন হুমায়ুন কবীর। হুমায়ুনের আজকের জনসভায় ফিরহাদের প্রাক্তন জামাই সহ তৃণমূল কংগ্রেস পরিচালিত বেলডাঙা -২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা হুমায়ুনের ছেলে গোলাম নবী আজাদ (রবীন) , পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা জাহিরউদ্দিন মোল্লাও জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করেন। 

শনিবারের হুমায়ুনের জনসভা থেকে স্পষ্ট হয়ে গিয়েছে রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে আসাদউদ্দিন ওয়াইসি দল 'মিম' হুমায়ুনের দলকে সমর্থন করতে চলেছে। আজকের সভায় তার আনুষ্ঠানিক ঘোষণা করে দেন 'মিম' নেতৃত্ব। রেজিনগরে হুমায়ুনের জনসভায় উপস্থিত ছিলেন 'মিমের' রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি , দলের পর্যবেক্ষক আদিল হাসান, আজাদ সমাজ পার্টির (কাশীরাম) রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লা, এসডিপিআই দলের রাজ্য সভাপতি হাকিমুল ইসলাম সহ আরও একাধিক নেতা-নেত্রী। 

মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি বলেন, আসাদউদ্দিন ওয়াইসি নির্দেশেই তাঁরা হুমায়ুনের জনসভায় যোগ দিয়েছেন ।বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে হুমায়ুন যখন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়াচ্ছে তখন কেউ তাঁর হাত না ধরায় আসাদউদ্দিন ওয়াইসির নির্দেশেই আমরা জনতা উন্নয়ন পার্টির হাত ধরলাম।
 
অন্যদিকে আজকের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবীর গত লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠানের হয়ে প্রচারের সময় শক্তিপুরে গিয়ে করা তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা করে নেন। পাশাপাশি তিনি জানিয়ে দেন 'মিমের' সঙ্গে জনতা উন্নয়ন পার্টির জোট চূড়ান্ত হয়ে গিয়েছে। বাম এবং আইএসএফ-এর জন্যও জোটের দরজা এখনও খোলা রেখেছেন হুমায়ুন কবীর।