আজকাল ওয়েবডেস্ক : রাজ্যে আলু-পেঁয়াজের দামে রাশ টানতে উদ্যোগ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে ফের একবার কড়া সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি এদিন বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে আলু-পেঁয়াজ নিয়ে দালালরাজ চলছে। এরাই সমাজকে শেষ করে দিয়েছে। সীমান্ত এলাকা দিয়ে আলু বাইরে চলে যাচ্ছে।

 

রাজ্যকে না জানিয়ে কীভাবে বাইরে রাজ্যের আলু চলে যাচ্ছে সেবিষয়ে এদিন নবান্ন থেকে ক্ষোভ ঝরে পড়ল মুখ্যমন্ত্রী গলায়। তিনি বলেন, বাংলার আলু বাইরে চলে যাচ্ছে অথচ রাজ্য কিছুই জানতে পারছে না। রাজ্য আগে নিজের প্রয়োজন মেটাবে তারপর রপ্তানি নিয়ে চিন্তাভাবনা করা হবে বলে এদিন সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

 

এদিন তিনি বলেন, সীমান্ত কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ করে সেখান থেকে দেখতে হলে কীভাবে রাজ্যকে না জানিয়ে এখানকার আলু বাইরে চলে যাচ্ছে সেটা দেখবে রাজ্য সরকার। রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী বেচারাম মান্নাকে এবিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার দিকে জোর দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

 

মমতা বলেন, ‘আমাদের ৫০ শতাংশ যদি বাইরে বিক্রি হয়ে যায়! আমরাই টাকা দেব, জমি উর্বর করার জন্য টাকা দেব, সংরক্ষণের জন্য টাকা দেব…যারা চাষি তারা করে না। যারা মিডলম্যান আছে তারা এসব করে। যারা দালালি করে সমাজটাকে শেষ করে দিল। দালালির টাকা একে ওকে তাকে ভাগ দেয়। এটা যাতে না হয়, সকলকে এনিয়ে টেক কেয়ার করতে হবে। অ্যান্টি করাপশনকে শক্তিশালী করো। সিআইডিকে ফের ঢেলে সাজাব। কমপ্লেন এলে ক্রশ চেক করো। অনেক সময় ভুল অভিযোগও আসে। ’

 

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন অংশে এখন আলু-পেঁয়াজের দাম চড়া। সেদিক থেকে দেখতে হলে বাজারে গিয়ে অল্প দামেই আলু-পেঁয়াজ কিনে কাজ সারছেন মধ্যবিত্তরা। বাজারে আলু-পেঁয়াজের দামে রাশ টানতে এবার উদ্যোগ গ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উৎসবের মরসুম শেষ। এবার শীতের আনাগোনা শুরু হয়েছে। তার আগে বাজারে আলু-পেঁয়াজের দাম যেন না বাড়ে সেদিকে নজর দিতে আগেভাগেই আলু রপ্তানিতে রাশ টানলেন মুখ্যমন্ত্রী।