আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার অন্তর্গত ছামনাবনি গ্রামে গভীর রাতে তৃণমূল কংগ্রেসের এক বুথ সভাপতির গাড়িতে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছামনাবনি গ্রামের বাসিন্দা কুতুবউদ্দিন পাইক তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। শুক্রবার গভীর রাতে তাঁর বাড়ির গ্যারেজে রাখা ব্যক্তিগত গাড়িতে আচমকাই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্র শব্দে ঘুম ভেঙে যায় আশপাশের বহু মানুষের। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। বিস্ফোরণের জেরে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির একাংশ ছিন্নভিন্ন হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। পাশাপাশি আশেপাশের কয়েকটি বাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং দেওয়ালে ফাটল ধরেছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
কুতুবউদ্দিন পাইকের অভিযোগ, এর আগেও তাঁকে লক্ষ্য করে গভীর রাতে বোমাবাজির ঘটনা ঘটেছিল। তাঁর দাবি, রাজনৈতিক আক্রোশ থেকেই এই হামলা চালানো হয়েছে। এবারে পরিকল্পিতভাবে তাঁর গাড়িতে টাইম বোম লাগিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যদিও এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, সে বিষয়ে তিনি সরাসরি কারও নাম করেননি। তবে, বিরোধী দলের দুষ্কৃতীদের দিকেই ইঙ্গিত করেছেন।
ঘটনার খবর পেয়ে কুলপি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ঠিক কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে এবং রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।
