আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি বেসরকারি বাস। কোনওক্রমে রক্ষা পেলেন বাসে থাকা প্রায় ৩০-৪০ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত প্রায় ১০টা নাগাদ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত গজনীপুর মোড়ের কাছে। বাসে আগুন লাগার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছনোর আগেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাসটি। দাউদাউ করে বাসটিকে জ্বলতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এই ঘটনায় বহরমপুর-আমতলা রাজ্য সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে পুড়ে যাওয়া বাসটিকে রাস্তা থেকে সরিয়ে পুলিশ যানজট নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘শেরশাহ’ নামে বেসরকারি ওই বাসটি দীর্ঘ বহু বছর ধরে বহরমপুর থেকে ছেড়ে হরিহরপাড়া-নওদা হয়ে কলকাতায় যাত্রীদেরকে নিয়ে যায়। রাতের বেলা বহরমপুর থেকে ছেড়ে ভোরবেলা কলকাতায় পৌঁছানো যায় বলে বহুযাত্রী ট্রেনের টিকিট না পেলে আগে থেকে এই বাসের টিকিট কেটে রাখেন। শুক্রবার রাত ৯টা নাগাদ বাসটি বহরমপুর থেকে ছেড়ে রাজ্য সড়ক ধরে যখন হরিহরপাড়া দিকে যাচ্ছিল সেই সময় গজনীপুর মোড়ের কাছে হঠাৎ করে বাসটি বন্ধ হয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বন্ধ হওয়ার কিছুক্ষণের মধ্যেই পিছনের অংশ থেকে গল গল করে ধোঁয়া বার হতে শুরু করে। বাসের চালক দ্রুত বাসে থাকা সমস্ত যাত্রীকে নেমে যেতে বলেন। সব যাত্রী নেমে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁদের চোখের সামনে বাসের পেছনের অংশ থেকে দাউদাউ করে আগুন বার হতে থাকে। এরপর গোটা বাসে তা ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, বাসের যাত্রীরা নেমে যেতে পারলেও কয়েক জন তাড়াহুড়ো করে নিজেদের জিনিস বাস থেকে নামাতে পারেননি। আগুনে সে সব পুড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা বালতি করে জল নিয়ে এসে বাসে ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে কোনও কাজ হয়নি। আগুনের তীব্রতায় সকলের চোখের সামনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায় বাসটি।

রাকিবুল হক নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “বাসে আগুন লাগার ঘটনার খবর পাওয়ার পর আমরা সকলে এলাকায় ছুটে গিয়েছিলাম। কয়েকজন যাত্রী আমাদেরকে জানিয়েছেন তারা বাসের পিছনের অংশ থেকে প্রথমে আগুন দেখতে পান। সম্ভবত ‘শর্ট সার্কিট’ থেকে বাসে আগুন লেগে গিয়েছিল। তবে বাসে থাকা সকলেই সময় মত নেমে পড়ায় কেউ হতাহত হননি।”