আজকাল ওয়েববেস্ক: নববর্ষের প্রথম প্রহর থেকেই বাংলা জুড়ে ভ্যাপসা গরম। আরও বাড়ল তাপমাত্রার পারদ। তাপপ্রবাহের সতর্কতা জারি না হলেও, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে জেলায় জেলায়। এর মাঝেই রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা সহ অন্যান্য জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আবার মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় কয়েক পশলা বৃষ্টি হতে পারে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা সহ অন্যান্য জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আবার মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় কয়েক পশলা বৃষ্টি হতে পারে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
