আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার বাংলার হয়ে লড়াই করার জন্য ডিজিটাল সেনা গড়ে তোলার ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেই ডাকে বিপুল সাড়া মিলেছে বলে দাবি তৃণমূলের। শাসকদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ডিজিটাল যোদ্ধা হতে চেয়ে ২৪ ঘণ্টায় ৫০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে।
ডিজিটাল দুনিয়ায় সেনা নামাতে তৃণমূলে নতুন কর্মসূচি চালু করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচির পোশাকি নাম ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’। এই কর্মসূচিতে যাঁরা নাম লেখাতে চান তাঁদের নাম, ফোন নম্বর, জেলা এবং বিধানসভা কেন্দ্রের নাম সেখানে জানাতে হবে।
আরও পড়ুন: গাছে উঠিয়ে মোবাইল কেড়ে নিল চোর, বেলপাতা পাড়তে গিয়ে হতভম্ব তিন কিশোর
বৃহস্পতিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিষেক। তাতেই বার্তা স্পষ্ট। অভিষেক বলেন, “আজ আমি আপনাদের উদ্দেশে যে দু-চারটি কথা বলছি, সেটি মূলত সেই সকল তরুণ ক্রিয়েটারদের উদ্দেশে, যাঁরা আত্মসম্মানের সঙ্গে, মাথা উঁচু করে, গর্বের সঙ্গে, এই বাংলার মাটির জন্য অবিরাম লড়াই করে চলেছেন। আমাদের এই বাংলার পূণ্যভূমি, আমরা সবাই জানি, ভারতবর্ষের স্বাধীনতার পূর্ব সময়কাল থেকেই, নির্ভীকতা, সাহস এবং বীরত্ব-সহ আত্মবিশ্বাস আর দৃঢ়তার সঙ্গে নিজের কথা নিজেই বলে চলেছে...”

অভিষেকের মুখে ব্রিটিশ শাসন কাল, স্বাধীনতার জন্য বাঙালিদের আত্মত্যাগ, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্রের প্রসঙ্গ, প্রসঙ্গ বীর সন্তানদের আত্মবলিদানের। তারপরেই অভিষেক স্পষ্ট করেন, কেন এই উদ্যোগ? তিনি বলেন, “বর্তমান সময়ে আমাদের লড়াইয়ের ময়দান হয়তো বদলেছে। এই সময়ে দাঁড়িয়ে আমাদের লড়াই শুধু রাজপথে কিংবা সংসদের কক্ষে নয়, হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে সীমাবদ্ধ নয়, প্রতিটি মুহূর্তে আমাদের লড়াই চলছে, মোবাইল স্ক্রিনে, সমাজ মাধ্যমে, ডিজিটাল দুনিয়ায়। সেখানে বাংলা বিরোধীরা, দিল্লির জমিদাররা বাংলা ভাষা বিরোধীরা প্রতি মুহূর্তে ধারাবাহিকভাবে, ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার ছড়াচ্ছে, কুৎসা রটাচ্ছে, বাংলার নামে অপপ্রচার করছে এবং শুধুমাত্র তাই নয়, বারে বারে ইচ্ছাকৃতভাবে এই পূণ্যভূমি বাংলার সম্মানকে কীভাবে নষ্ট করা যায়, তার জন্য একাধিক প্রচেষ্টা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে। শুধু বন্দুক বা তরোয়াল দিয়ে নয়, আজকের লড়াই মোবাইল, সোশ্যাল মিডিয়ায়, সমাজমাধ্যমে। সত্যের বার্তা দিয়ে আমাদের লড়তে হবে। বাংলার আত্মসম্মান যারা প্রতিদিন নষ্ট করে বা আত্মসম্মানে যারা প্রতিদিন আঘাত করছে, যারা মিথ্যা ও ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে, সাম্প্রদায়িকতার বীজ বপন করছে, তাদের জবাব দিতে হবে তথ্য দিয়ে, পরিসংখ্যান দিয়ে, যুক্তি দিয়ে এবং আত্মবিশ্বাসের সঙ্গে বাংলার গৌরব দিয়ে।”
মূলত বাংলা-বিরোধী অপপ্রচার থেকে শুরু করে, নানা বিষয়ে বর্তমানে যখন অহরহ প্রচার, অপপ্রচার সোশ্যাল মিডিয়াতেই, তখন বদলার জবাব দিতেই আরও জোরাল ভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস। অভিষেক জানান, লড়াই জারি রাখতেই এই বিশেষ উদ্যোগ তাঁর। নাম, ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’।
