আজকাল ওয়েবডেস্ক: ছটপুজো এবং দীপাবলি উপলক্ষ্যে তিনটি স্পেশাল ট্রেন চালাতে চলেছে শিয়ালদা ডিভিশন। মঙ্গলবার জানানো হয়েছে, দারভাঙা, গোরক্ষপুর এবং পাটনার উদ্দেশ্যে তিনটি স্পেশাল ট্রেন চালানো হবে দীপাবলি এবং ছটপুজো উপলক্ষ্যে। তিনটি ট্রেন মিলিয়ে মোট ৯৮০০ বার্থের ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। ইতিমধ্যেই, বুকিং নেওয়াও শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছে রেল। জানানো হয়েছে, আগামী ১ নভেম্বর এবং ৮ নভেম্বর সকাল ৯টা নাগাদ শিয়ালদা থেকে দারভাঙার উদ্দেশ্যে বিশেষ ট্রেন রওনা দেবে।

 

 

সেটি দারভাঙা পৌঁছবে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। আবার দারভাঙা থেকে বিশেষ ট্রেন এক এবং আট নভেম্বর রওনা দেবে রাত ১১.৩০ নাগাদ এবং শিয়ালদা পৌঁছবে পরের দিন সকাল ১১.২০ নাগাদ। ট্রেনটি দাঁড়াবে বর্ধমান, দু্র্গাপুর, আসানসোল সহ একাধিক  স্টেশনে। অন্যদিকে, আগামী ৭ নভেম্বর শিয়ালদা-গোরক্ষপুর স্পেশাল শিয়ালদা ছাড়বে সন্ধ্যা ৬.১৫ নাগাদ। ট্রেনটি গোরক্ষপুর পৌঁছবে পরের দিন সকাল ১০.১০ নাগাদ। ফের, ৮ নভেম্বর সকাল ১১.৩০ নাগাদ গোরক্ষপুর থেকে রওনা দিয়ে ট্রেনটি শিয়ালদা পৌঁছবে পরের দিন সকাল ৬.২৫ নাগাদ। তবে এই বিশেষ ট্রেনে শুধু স্লিপার এবং জেনারেল কামরা থাকছে।

 

 

আগামী ৩ নভেম্বর এবং ১০ নভেম্বর রাত ১১.৫০ নাগাদ কলকাতা থেকে পাটনার উদ্দেশ্য বিশেষ ট্রেন থাকছে দীপাবলি এবং ছটপুজো উপলক্ষ্যে। ট্রেনটি পাটনা পৌঁছবে পরদিন সকাল ১০.২৫ নাগাদ। ৪ নভেম্বর এবং ১১ নভেম্বর কলকাতার উদ্দেশ্যে পাটনা থেকে ট্রেনটি রওনা দেবে দুপুর ১২.১৫ নাগাদ। এই ট্রেনে জেনারেল, স্লিপার সহ এসি কামরা থাকবে বলে জানানো হয়েছে। সদ্য, ট্রেনে উঠতে গিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে মুম্বইয়ের বান্দ্রা টার্মিনাস স্টেশনে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ভিড়ের কথা মাথায় রেখে অতিরিক্ত আরপিএফ মোতায়েন করা হবে। যাতে করে যাত্রীদের যাতায়াতে কোনও অসুবিধা না হয়।