আজকাল ওয়েবডেস্ক: অনেকদিন ধরেই এই আরামবাগের তিরোলে বাঘের গুজবকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে তিরোল ও তার পার্শ্ববর্তী অন্যান্য এলাকায়। দিনে দিনে আতঙ্ক পরিস্থিতি বাড়তে থাকায়, পরিস্থিতি সামাল দিতে পথে নামতে হল আরামবাগ বনদপ্তর বিভাগকে l রীতিমত মাইকি করে যাবলা হল, গুজব না ছড়ানোর জন্য।
স্থানীয় বেশকিছু মানুষের দাবি, বাঘ বা কোনও হিংস্র জন্তু ওই এলাকায় ঢুকেছে l এলাকায় নানা জায়গায় রক্তও দেখতে পাওয়া গিয়েছে বলে দাবি তাদের। দাবি, একটি ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজও নাকি ওই জন্তু ছবি ধরা পড়েছে। তিরোল-সহ পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীদের স্কুল, পাঠশালায় পাঠাতেও ভয় পাচ্ছেন বাড়ির অভিভাবকেরা l যদিও বনদপ্তর প্রথম থেকে সতর্কতামূলক ব্যবস্থা জারি করেছে। অজানা জন্তু কে ধরতে বনদপ্তরের তরফ থেকে নানারকম কৌশল অবলম্বন করা হয়েছে l
এই বিষয়ে ওই এলাকার ফরেস্ট রেঞ্জার অফিসার আশরাফুল জানান, এই এলাকায় কোনও বাঘ বা হিংস্র জন্তু ঢোকার মতো কোনও করিডোর নেইl তাই এই এলাকায় বাঘ ঢুকলে অনেক মানুষেরই চোখে পড়তl ওই জন্তু বাঘ হওয়ার সম্ভবনা নেই বলেও বক্তব্য অনেকের l কিন্তু বাঘরোল হলেও হতে পারে l
গুজবে কান না দিয়ে নিত্যদিনের কাজ যাতে স্বচ্ছ ভাবে করতে পারে তার আশ্বাসও দিয়েছে ও বনদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে, আপনাদের সঙ্গে আমরা সব সময় আছি I কিন্তু যে বাঘের আতঙ্কে মানুষ ভয়ে বেরোতে পারছে না সেই বাঘ কিন্তু এখনও অধরা সেটা বাঘ না অন্য হিংস্র জন্তু, এখনও বুঝতে পারা যাচ্ছে না
