আজকাল ওয়েবডেস্ক: শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৬.৫ ডিগ্রিতে। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সোমবার থেকে তাপমাত্রা ফের ২–৩ ডিগ্রি বাড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণের অন্তত আট জেলায় ও উত্তরের পাঁচ জেলায় সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে কলকাতায় পারদ পতন ডিসেম্বরে অতটা না হলেও পুরুলিয়ায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল ৯ ডিগ্রিতে। সর্বনিম্ন তাপমাত্রায় যা কালিম্পংকেও টেক্কা দিয়েছে। জানা গেছে, শনিবার পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙের পারদ নেমেছিল ১০.৫ ডিগ্রিতে। দমদমে ১৫.১, কল্যাণীতে ১২.৮, ঝাড়গ্রামে ১৩, সিউড়িতে ১২, আসানসোলে ১২.৮, পানাগড়ে ১২.৭, শ্রীনিকেতনে ১১.৮, কৃষ্ণনগরে ১৩.৪ ডিগ্রি ছিল সর্বনিম্ন তাপমাত্রা।
আবার বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল শনিবার ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিম মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৪ ডিগ্রিতে নামে। পশ্চিমের জেলাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়তেই রোদ ঝলমলে আকাশ দেখা যায়।
দক্ষিণের পাশাপাশি উত্তরেও সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে সান্দাকফুতে তুষারপাত হয়েছে। দার্জিলিংয়েও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার আলিপুরদুয়ারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা নামে ১৬ ডিগ্রিতে। কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস।
