আজকাল ওয়েবডেস্ক: ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের নামে শুনানির নোটিশ জারি হওয়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে, বাবার নামের বানানে ভুল থাকার কারণ দেখিয়ে তাঁকে আগামী ৩১ জানুয়ারি নির্দিষ্ট দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে।
একসময়ে ভাঙড় রাজনীতির অত্যন্ত প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত ছিলেন আরাবুল ইসলাম। এলাকায় তাঁকে অনেকেই ‘বেতাজ বাদশা’ বলেও উল্লেখ করতেন। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন। এলাকায় সংগঠন শক্তিশালী করার পাশাপাশি বেশ কয়েকটি বিতর্কিত ঘটনার সঙ্গেও তাঁর নাম জড়িয়ে রয়েছে। পরবর্তীকালে তিনি টানা তিনবার পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্বও সামলেছেন।
সেই আরাবুলের নামে শুনানির নোটিশ আসায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জল্পনা। বিরোধীরা বিষয়টিকে প্রশাসনিক প্রক্রিয়ার অংশ বলে দাবি করলেও তৃণমূল শিবিরে দেখা দিয়েছে ক্ষোভ। নোটিশ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে আরাবুল ইসলাম বলেন, শুধুমাত্র বাবার নামের বানানে সামান্য ভুলের জন্যই এই নোটিশ পাঠানো হয়েছে। যা তাঁর মতে অপ্রয়োজনীয়।
তিনি অভিযোগ করেন, ‘সাধারণ মানুষকে অকারণে হয়রানি করা হচ্ছে। বিজেপি ও নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে এই ধরনের পদক্ষেপ করছে। এর মাধ্যমে ভয় দেখিয়ে রাজনৈতিক চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে।’ তাঁর দাবি, একটি সামান্য বানান ভুলকে ইস্যু করে এভাবে নোটিশ পাঠানো গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।
তবে প্রশাসনের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বিষয়টি আইনি ও প্রশাসনিক যাচাই প্রক্রিয়ার অংশ হতে পারে। সব মিলিয়ে, একটি বানান ভুল ঘিরে শুরু হওয়া এই বিতর্ক ভাঙড়ের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। তৃণমূল তা নিয়ে প্রথম থেকেই সরব। অভিযোগ, পরিকল্পনা ছাড়াই ভোটের মুখে তড়িঘড়ি রাজ্যে এসআইআর শুরু করে দেওয়া হয়েছে। কলকাতার রাজপথে এসআইআরের বিরোধিতায় একসঙ্গে মিছিলেও হেঁটেছেন মমতা–অভিষেক। এসআইআর আতঙ্কে অনেকের মৃত্যুও হয়েছে।
