আজকাল ওয়েবডেস্ক: ডেঙ্গি প্রাণ কাড়ল শিলিগুড়ির এক তরুণ ক্রিকেটারের। মৃতের নাম বাপ্পা রায় (২৩)। তিনি শিলিগুড়ি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। বেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। ভর্তি করা হয়েছিল এক বেসরকারি হাসপাতালে। সেখানে থেকে বাপ্পাকে স্থানান্তরিত করা হয় শিলিগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে। বুধবার তিনি মারা যান।
জানা গেছে বাপ্পা জাগরণী সংঘ কোচিং সেন্টারে খেলতেন। প্রথম ডিভিশন ক্রিকেট লিগেও খেলেছেন। তরুণ ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।
জানা গেছে বাপ্পা জাগরণী সংঘ কোচিং সেন্টারে খেলতেন। প্রথম ডিভিশন ক্রিকেট লিগেও খেলেছেন। তরুণ ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।
