অরিন্দম মুখার্জি: বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে শক্তি প্রকল্পের মাধ্যমে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজে পড়ুয়াদের আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ দেবে পুরুলিয়া জেলা পুলিশ।  বুধবার পুরুলিয়ার হাতুয়ারা মেডিকেল কলেজে শতাধিক ছাত্রীদের নিয়ে এই শক্তি প্রকল্পের সূচনা ঘটল। মূলত ছাত্রীদের মধ্যে আত্মরক্ষার সচেতনতা বৃদ্ধি এবং কঠিন পরিস্থিতির মধ্যে নিজেদের কীভাবে আত্মরক্ষা করবে তারই প্রশিক্ষণ। 


বুধবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর সব্যসাচী দাস, ডিএসপি কল্যাণ সিংহ রায় এবং আইসি অশোক তরুণ মুখার্জি। 


পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি বলেন, ‘শক্তি প্রকল্প মূলত  নারীদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য উদ্যোগ। এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই শক্তি প্রকল্পটি নারীদের জীবনে সুরক্ষা ও সাহসের বার্তা পৌঁছে দেবে প্রত্যেক ছাত্রীদের মধ্যে। এই শিক্ষা মূলত পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকেই দেওয়া হবে। আরজিকর কাণ্ডের পর শক্তি প্রকল্পটি সূচনা হয়েছিল দুর্গাপুজোর আগে দেবীপক্ষের প্রারম্ভে, শক্তি প্রকল্পটি পুরুলিয়া জেলা জুড়েই চালানো হচ্ছে তখন থেকে। মেডিকেল কলেজের তরফ থেকে আমাদের কাছে বার্তা আসে।  আমরা অত্যন্ত খুশি, পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে এই ধরনের অভিনব কাজ করতে পারছি। আগামী দিনে আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা শক্তি প্রকল্প প্রদান করা চেষ্টা করব।‘


দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর সব্যসাচী দাস বলেন, ‘আমি অত্যন্ত খুশি এই শক্তি প্রকল্প মেডিকেল কলেজে চালু হওয়ার জন্য। কারণ, এই ধরনের প্রকল্পের মাধ্যমে ছাত্রীরা নিজেদের আত্মরক্ষা করতে পারবে। এবং যে কোনও কঠিন পরিস্থিতিতে নিজেদের এই কৌশলের মাধ্যমে সামলে বেরিয়ে আসতে পারবে। প্রত্যেক মেডিকেল কলেজগুলোতে এই ধরনের শক্তি প্রকল্প যদি চালু করা যায় তাতে ছাত্রীরা নিজেদের অনেক আত্মবিশ্বাসী মনে করবে। এই কৌশল ছাত্রীদের বিভিন্ন রকমের পরিস্থিতি মোকাবিলা করার কৌশল শেখাবে।‘