আজকাল ওয়েবডেস্ক: চকোলেটের প্রলোভন দেখিয়ে নিয়ে এসে দিনের পর দিন ধর্ষণ। প্রথমে ফাঁকা বাড়িতে নাবালিকাকে ডাকে অভিযুক্ত। এরপর চলে ধর্ষণ। অভিযুক্ত একজন প্রতিবেশী যুবক৷ অভিযোগ, ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করা হয় নাবালিকাকে৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ ঘটনা ঘিরে ইতিমধ্যেই শ্রীরামপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষোভে ফেটে পড়েছে জনতা। অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান নির্যাতিতার পরিবার। 

জানা গিয়েছে, নির্যাতিতার মা বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করেন। ফলে সকাল সকাল তাঁকে কাজে বেড়িয়ে পড়তে হয়৷ বাড়িতে একা থাকে শিশু৷ শ্রীরামপুরে বছর এগারোর নির্যাতিতার পরিবারের অভিযোগ গত তিন চার দিন ধরে প্রতিবেশী এক যুবক চকোলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে যায়। নাবালিকাকে নির্যাতন করে। এমনকী অভিযুক্ত ভয় দেখায় শিশুকে৷ কাউকে বলতে বারন করে সে।একাধিকবার ধর্ষণে নির্যাতিতা কাতর হয়ে পড়ে। গত মঙ্গলবার নাবালিকা তার মাকে পুরো বিষয়টি জানায়। 

পুলিশের অনুমান, নাবালিকার মা পরিচারিকার কাজ করেন তাই দিনের বেলায় শিশুটি একাই থাকে বাড়িতে। সেই সুযোগ নিয়ে অভিযুক্ত এই কাজ করেছে বলে অভিযোগ। পুরো ঘটনা শুনে নির্যাতিতার মা তাঁর মেয়েকে নিয়ে শ্রীরামপুর থানায় যান। অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু হয়েছে। খবর অনুযায়ী, তাকে গত মঙ্গলবার শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। আদালত জেল হেফাজতের নির্দেশ দেয়।