আজকাল ওয়েবডেস্ক: অটোর সঙ্গে সিমেন্ট বোঝাই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১০ বছরের এক নাবালিকা কন্যার। মৃতার নাম অন্বেষা মণ্ডল বলে জানা গিয়েছে। আহত আরও চারজন। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অর্জুনতলায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আহতদের পাঠানো হয়েছে কলকাতার হাসপাতালে।‌

জানা গিয়েছে, জনৈক বাসুদেব মণ্ডল নামে এক ব্যক্তি তাঁর স্ত্রী, দুই কন্যা অন্বেষা ও তিয়াসা এবং তাঁদের আরেক আত্মীয়র সঙ্গে নিকটাত্মীয়ের দাহ কাজ সেরে অটোতে ফিরছিলেন। পথে তাঁদের অটোর সঙ্গে একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে তাঁদের অটো দুমড়ে মুচড়ে যায়। 

ঘটনাস্থল আহতদের আর্তনাদে ভরে যায়। সঙ্গে সঙ্গে চলে আসেন স্থানীয়রা। তাঁরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জানা গিয়েছে, মৃত অন্বেষা একটি অবৈতনিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ।