মিল্টন সেন: টানা তিন ঘণ্টা হল না চিকিৎসা। মৃত্যু হল দুর্ঘটনায় গুরুতর জখম হওয়া এক যুবকের। শুক্রবার এই তথ্য এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। মৃত যুবকের নাম বিক্রম ভট্টাচার্য। বিবেক নগর দ্বারিক জঙ্গল বাই লেনে একটি বাড়িতে মা দিদিমাকে নিয়ে ভাড়া থাকতেন ওই যুবক। পুলিশ সু্ত্রে খবর, শুক্রবার ভোরে কোন্নগর বেঙ্গল ফাইন মোড় সংলগ্ন রাজীব গান্ধী রোডে ওই একটি ডাম্পার চাপা দিয়ে চলে যায়। 

 

 

দুর্ঘটনায় তাঁর দুটি পা গুরুতর জখম হয়। তড়িঘড়ি তাঁকে শ্রীরামপুর ওয়াসল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় রেফার করা হলে বিক্রমকে নিয়ে যাওয়া হয় আরজি কর মেডিক্যাল কলেজে। অভিযোগ, প্রায় তিন ঘন্টা বিনা চিকিৎসায় পড়ে থেকে হাসপাতালেই মৃত্যু হয় বিক্রমের। খবর পেয়ে এদিন মৃত যুবকের বাড়িতে যান কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস ও স্থানীয় কাউন্সিলর বাবলু পাল।

 

 

স্বপন দাসের অভিযোগ, বিনা চিকিৎসায় মর্মান্তিক মৃত্যু হয়েছে যুবকের। চেয়ারম্যান বলেন, 'আমার শহরের একজনের প্রাণ চলে গেল। চিকিৎসকদের করজোড়ে বলব আপনারা আন্দোলন করুন, দাবি থাকলে সেগুলো বলুন কিন্তু পরিষেবাটাও দিন। যাতে এই যুবকের মতো আরও প্রাণ না চলে যায়। যদি ধর্মঘট হয় তাহলে সব জায়গাতেই হোক শুধু সরকারি হাসপাতালেই কেনও?

 

 

যে মেয়েটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার পরিবার সুবিচার পাক এটা আমরাও চাই। তাঁর বাবা-মা অন্তত দেখে যাক যে দোষীরা শাস্তি পেয়েছে। কিন্তু এমন না হয় এই আন্দোলনের ফলে আরো অনেক মানুষের প্রাণ চলে যায়।'

ছবি: পার্থ রাহা