আজকাল ওয়েবডেস্ক: নতুন বিতর্কে ডা: বিরূপাক্ষ বিশ্বাস। তাঁর বিরুদ্ধে উঠেছে নতুন অভিযোগ। বর্ধমান মেডিক্যাল কলেজের ক্যান্টিনের খাবারের বিল তিনি শোধ করেননি। এই অভিযোগ করেছেন কলেজের জয়হিন্দ ক্যান্টিন-এর মালিক শেখ মাখন। তাঁর কথা অনুযায়ী, ডা: বিরুপাক্ষ বিশ্বাসের থেকে তিনি ২৩,৮০০ টাকা পাবেন।
অভিযোগ, এই ক্যান্টিন থেকে নানা সময় বিভিন্ন ধরনের খাবার খাওয়া ছাড়াও দিনে প্রায়ই চা খেতেন তিনি। সঙ্গে লাগত মিনারেল ওয়াটার। কখনও ডিউটিরত অবস্থায় খেয়েছেন আবার কখনও তাঁর রুমে খাবার পাঠাতে হয়েছে। দামী সিগারেট লাগত তাঁর।
ক্যান্টিন মালিকের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁকে টাকার জন্য ঘুরতে হচ্ছে। ফোন করলে বিরুপাক্ষ কেটে দিয়েছেন। এমনকী অন্য নম্বর থেকে ফোন করলেও তিনি ফোন ধরতেন না। অথচ দেখা হলে বলতেন, সব মিটিয়ে দেওয়া হবে। কিন্তু ওই পর্যন্তই। টাকা আর বিরূপাক্ষর পকেট থেকে বেরোতে চায়নি।
মাখনের দাবি, তিনি বিরূপাক্ষর বাড়ির ঠিকানা যোগাড় করেছেন। যদি সেখানে গিয়েও লাভ না হয় তবে তিনি আইনের দ্বারস্থ হবেন।
এর পাশাপাশি বর্ধমান মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, তাঁকে ইতিমধ্যেই হাসপাতালের প্যাথলজি বিভাগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁকে বদলি করা হয়েছে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে।
কিন্তু বুধবার এই খবর পেতেই কাকদ্বীপ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা বিক্ষোভে ফেটে পড়েন। তাঁরা ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক-এর অফিসে বিক্ষোভ দেখান। দাবি, ডা: বিরূপাক্ষ বিশ্বাসকে ওই হাসপাতালে নিয়োগ করা যাবে না।
