আজকাল ওয়েবডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকাকে কলকাতা থেকে বহরমপুরের ডেকে এনে তাঁকে মাদক মেশানো খাবার খাইয়ে ধর্ষণ করার অভিযোগ। অভিযুক্ত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত এক ডাক্তার। তাঁর বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। এর পর থেকেই পলাতক অ্যানেস্থেসিয়া বিভাগে সিনিয়র রেসিডেন্ট পদে কর্মরত ওই ডাক্তার। পুলিশ তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলঘরিয়ার বাসিন্দা ওই ডাক্তারের সঙ্গে সম্প্রতি সমাজমাধ্যমে কলকাতার এক মহিলার পরিচয় হয়। দীর্ঘদিন ফোনালাপ এবং সমাজমাধ্যমে কথাবার্তা পর অক্টোবর মাসের মাঝামাঝি সময় ওই মহিলাকে দেখা করার জন্য বহরমপুরে ডেকে পাঠান অভিযুক্ত চিকিৎসক। অক্টোবর মাসের ৮ তারিখে ওই ডাক্তার এবং তাঁর প্রেমিকা বহরমপুরের একটি হোটেলে একসঙ্গে খাওয়া দাওয়া করে রাতে সেখানেই ছিলেন।
বহরমপুর থানার এক আধিকারিক জানান, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই মহিলা জানিয়েছেন, বিয়ের প্রস্তাব দিয়ে বহরমপুরের একটি হোটেলে ডেকে মাদক মেশানো খাবার খাইয়ে ওই ডাক্তার তাঁকে ধর্ষণ করেছেন। সূত্রের খবর, ওই মহিলা গত ২ ডিসেম্বর ফের বহরমপুরে এসেছিলেন ডাক্তারের সঙ্গে দেখা করার জন্য। সেই সময় অভিযুক্ত ডাক্তার জোর করে ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে বাধার সম্মুখীন হন। ধস্তাধস্তিও হয় দু'জনের মধ্যে। এরপরই ওই মহিলা বহরমপুর থানায় 'ধর্ষণ' এবং 'খুনের চেষ্টার' লিখিত অভিযোগ দায়ের করেন।
বহরমপুর থানার আধিকারিক জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে ইতিমধ্যে ধর্ষণ-সহ আরও একাধিক ধারায় মামলার রুজু করা হয়েছে। যদিও ওই নির্যাতিতা মহিলা এখনও পর্যন্ত তাঁর শারীরিক পরীক্ষা করাননি।
