আজকাল ওয়েবডেস্ক: ইঁদুরের দৌরাত্ম্যে বিপর্যস্ত ধূপগুড়ির চৌপথি এলাকার ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা। সিগন্যাল মেইনটেনেন্স বক্সের ভেতর ঢুকে মুষিককুল তার কেটে দেওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই বন্ধ হয়ে যায় ওই এলাকার অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা। পরিস্থিতি মোকাবিলায় রাস্তায় নামানো হয় অতিরিক্ত ট্রাফিক পুলিশ। তাঁরা এসে সামাল দেন।
জানা গিয়েছে, এদিন সকাল থেকেই ধূপগুড়ির ব্যস্ততম এলাকা চৌপথিতে গোটা ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা বন্ধ হয়ে পড়ে। এমনিতেই এই এলাকায় যানবাহনের সংখ্যা বেশি। তার ওপর পুজোর জন্য রাস্তায় লোকজনের ভিড়ও বেশি। ফলে বিপর্যয়ের কারণ খুঁজে দেখতে তড়িঘড়ি চলে আসেন ট্রাফিক গার্ডের ওসি ও অন্যান্য কর্মীরা। দেখতে পান সিগন্যাল মেইনটেনেন্স বক্সের ভেতর দৌরাত্ম্য চালাচ্ছে ইঁদুর এবং তারাই কেটে দিয়েছে প্রয়োজনীয় তার। যার জন্য থমকে গিয়েছে অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা।
বিকল্প হিসেবে সঙ্গে সঙ্গে রাস্তায় নামানো হয় অতিরিক্ত ট্রাফিক কর্মী। তাঁরা নিয়ন্ত্রণ করছেন যান চলাচল। এবিষয়ে জেলার ডেপুটি পুলিশ সুপার (ট্রাফিক) অরিন্দম পাল চৌধুরী জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সংস্থাকে জানানো হয়েছে। আগামীকালের মধ্যে সমস্যা সমাধান হয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।
