আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টিতে জেরবার জলপাইগুড়ির পুজো। দীপাবলির রাতে কয়েক দফার বৃষ্টিতে সমস্যায় পড়েছেন এই জেলার পুজো উদ্যোক্তারা। বৃহস্পতিবার রাতে কোথাও গোড়ালি পর্যন্ত জলে ডোবা মণ্ডপের মধ্যে পুজো হয়েছে আবার কোথাও জরুরি ভিত্তিতে কাঠের পাটাতন লাগিয়ে পুজোর জায়গা উঁচু করে সেখানে বসে পুজো শেষ করা হয়েছে।  শুক্রবারেও অবস্থার খুব একটা বিরাট পরিবর্তন হয়নি। মেঘলা আকাশের জন্য শঙ্কিত পুজো উদ্যোক্তারা। বিকেলের দিকেও আকাশে লক্ষ্য করা গিয়েছে খন্ড খন্ড মেঘ। মাঝে মাঝে হালকা শীতল হাওয়া। 

 

 

উত্তরবঙ্গে দুর্গাপূজা থেকেও মানুষের মধ্যে উন্মাদনা বেশি থাকে দীপাবলী উৎসবে। দুর্গাপূজার সময় বৃষ্টির আশঙ্কা থাকলেও শেষপর্যন্ত পুজো হয়েছে নির্বিঘ্নে। কিন্তু দীপাবলিতে দুর্যোগ যেন সরছে না। অথচ জলপাইগুড়ি, ময়নাগুড়ি এবং ধূপগুড়িতে যথেষ্টই বিগ বাজেটের শ্যামাপূজার আয়োজন হয়ে থাকে। যা দেখতে অসম ও বিহার থেকেও দর্শানার্থীরা আসেন। মণ্ডপে মণ্ডপে ভালো ভিড় থাকে। 

 

 

কিন্তু হঠাৎ বৃষ্টিতে পিছু হটছেন দর্শনার্থীরা। ভিজে যাওয়ার ভয়ে বাইরে বেরোতে চাইছেন না তাঁরা। ফলে অন্যবার প্যান্ডেলে প্যান্ডেলে যত লোক থাকে সেই অনুযায়ী লোক প্রায় দেখা যাচ্ছে না বলেই উদ্যোক্তারা জানাচ্ছেন। তাঁদের কথার, রাতে যদি বৃষ্টি হয় তবে আরও সমস্যা হবে। অসময়ে এই বৃষ্টির জন্য তাঁরা কেউই তৈরি ছিলেন না। আশঙ্কা করছেন বৃষ্টি হলে কমে যাবে দর্শনার্থীদের উদ্দীপনা। যা মাটি করবে আলোর উৎসবকে।