আজকাল ওয়েবডেস্ক: মালদায় জনসভায় এসে এসআইআর, আমজনতার হয়রানি নিয়ে একটা শব্দও খরচ করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিধানসভা নির্বাচনের আগে মোদির মুখে সেই বিহার জয়।
এবার তার সঙ্গে জুড়ল মহারাষ্ট্রে বিএমসি নির্বাচন জয়ও। সম্প্রতি, এসআইআর এবং শুনানির সময় মালদা, মুর্শিদাবাদ সহ রাজ্যের একাধিক জেলায় মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু তা নিয়ে কিছুই বললেন না প্রধানমন্ত্রী।
এদিন বন্দে ভারত স্লিপার উদ্বোধনের পর জনসভায় আসেন মোদি। শুরু থেকেই তিনি বিভিন্ন ইস্যুতে আক্রমণ করতে থাকেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে।
বাংলায় ভোটের আগে তার মুখে শোনা গেল বিহার জয়, বিএমসি নির্বাচন জয়ের প্রসঙ্গ। বলে গেলেন, ‘বিহারে বিজেপি-এনডিএ বড় জয় পেয়েছে। মহারাষ্ট্রে প্রথম বার বিজেপি রেকর্ড জয় পেয়েছে। তিরুঅনন্তপুরমে বিজেপির মেয়র হয়েছে। যেখানে বিজেপির ভোট জয় অসম্ভব মনে করা হত, সেখানেও বিজেপি সমর্থন পাচ্ছে। এর থেকে প্রমাণিত হয় জেন-জি ভোটাররা বিজেপির ওপর ভরসা রাখে।’
রাজ্যে অনুপ্রবেশ নিয়ে এদিন মুখ খোলেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, ‘বাংলার সামনে বড় চ্যালেঞ্জ অনুপ্রবেশ। অনুপ্রবেশকারীরা গরিবদের অধিকার ছিনিয়ে নিচ্ছে। জনসংখ্যার ওপর এর প্রভাব পড়ছে। অনুপ্রবেশকারীদের জন্যই মালদা, মুর্শিদাবাদের মতো জায়গাগুলিতে হিংসা বাড়ছে।’
মালদায় গঙ্গা বাঁধন নিয়েও এদিন মুখ খোলেন মোদি। তিনি বলেন, ‘প্রতি বছর বর্ষায় এখানে অসংখ্য ঘর নদীতে তলিয়ে যায়। প্রতি বছর মানুষ বাঁধের জন্য আবেদন করেন। মালদার মাটিতে দাঁড়িয়ে বলছি, বাংলায় বিজেপির সরকার এলেই এই কালো দুর্নীতি বন্ধ হবে।’
সভামঞ্চ থেকে এদিন পরিবর্তনের ডাক দেন মোদি। উপস্থিত জনগণের উদ্দেশ্যে বাংলায় বলেন, ‘পাল্টানো দরকার।’ সদ্য বেলডাঙার ঘটনা নিয়ে মুখ খোলেন মোদি।
রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মহিলা সাংবাদিককে নিগ্রহ করা হয়েছে, অভদ্রতা করা হয়েছে। এমনকী স্কুল, কলেজেও মহিলারা সুরক্ষিত নন। মহিলাদের কথা শোনা হয় না, নির্যাতিতাদের কোর্টে যেতে হয়। এই পরিস্থিতি বদলাতে হবে।’
শনিবার ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের জন্য পতাতা নেড়ে সবুজ সঙ্কেত দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অত্যাধুনিক স্লিপার ট্রেনটি হাওড়া থেকে অসমের গুয়াহাটি শহরের কামাখ্যা জংশনকে সংযুক্ত করবে।
একই সঙ্গে সেখান থেকেই ভার্চুয়ালি কামাখ্যা–হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেনের রিটার্ন যাত্রারও সূচনা করেন তিনি। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, আধুনিক ভারতের ক্রমবর্ধমান পরিবহণ চাহিদার কথা মাথায় রেখে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই বন্দে ভারত স্লিপার ট্রেনটি তৈরি করা হয়েছে।
কম খরচে যাত্রীদের বিমানের মতো আরামদায়ক যাত্রার অভিজ্ঞতা দিতেই এই পরিষেবা চালু করা হয়েছে। দীর্ঘ দূরত্বের যাত্রা আরও দ্রুত, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে এই ট্রেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, হাওড়া-কামাখ্যা রুটে এই স্লিপার ট্রেন চালু হওয়ায় যাতায়াতের সময় প্রায় আড়াই ঘণ্টা কমবে। এর ফলে পর্যটন খাতে বড়সড় গতি আসবে বলে আশা করা হচ্ছে।
ট্রেনের সূচনা করার পর বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, 'বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হল দেশে। যাত্রা আরও সহজ, আনন্দদায়ক হল। আমি মালদা স্টেশনে ট্রেনে বসে যাত্রীদের কয়েকজনের সঙ্গে কথা বললাম।'
তিনি আরও জানালেন, 'দেশের আধুনিক রেল পরিষেবার সুবিধা পাবেন বাংলার মানুষ। আরও চারটি অমৃত ভারত ট্রেন ছাড়বে বাংলা থেকে। এই ট্রেন সম্পূর্ণভাবে মেড ইন ইন্ডিয়া।'
প্রধানমন্ত্রী আরও জানালেন, 'মা কালী আর কামাখ্যাকে যোগ করে দিল এই ট্রেন। আগে বিদেশের ট্রেন দেখে ভাবতাম, এমন ট্রেন যদি ভারতে হত। এখন ভারতেই তা তৈরি হচ্ছে। আমেরিকা এখন ভারতকে এত ভাল কাজ করতে দেখে অবাক হয়ে যাবে।’
